Pathan and John Abraham: একাধিক লুকে দেখা যাবে ‘সন্ত্রাসবাদী’ আব্রাহামকে! ধুন্ধুমার ফাইট কিং খানের সঙ্গে
সন্ত্রাসবাদীদের মতো হাবভাবের একেবারে বিপরীতে হাঁটবেন জন। তিনি একটু বেশিই ‘কুল’। মিশনে তাঁকে ছদ্মবেশে দেখা যাবে। ‘
করোনার দ্বিতীয় ওয়েভের দাপট বিদ্যমান, ফলত প্রেক্ষাগৃহের তালা বন্ধ করতে হয়েছিল। সিনেমাহলের দরজা দর্শকদের জন্য খোলা এবং তাঁদের আস্থা অর্জন করতে এখনও খানিক সময় লাগবে। তবুও, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বাধা পায়নি এবং বড় বাজেটের প্রযোজনার সঙ্গে তা এগিয়েও চলেছে। আশা এই যে ব্যবসা ভবিষ্যতে বাড়তি আয় নিয়ে ফিরে আসবে।
শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ গত বছর মহামারীর মধ্যে শুরু হয়েছিল যখন কোভিডের সংক্রমণ কমতে শুরু করেছিল। এটি বলিউডের এখনও পর্যন্ত অন্যতম বৃহত্তম ফিল্ম হতে পারে তা নিশ্চিত করতে নির্মাতারা কোনও প্রচেষ্টা ছাড়ছেন না।
ছবি নিয়ে যে নতুন তথ্য জানা গিয়েছে তা হল জন আব্রাহাম অভিনীত চরিত্রটি। সূত্রের খবর “জন অর্থের জন্য কাজ করে এমন একজনের ভূমিকায় অভিনয় করছেন। তার একমাত্র ধর্ম অর্থ। ফ্রিল্যান্সার আন্ডারকভার সন্ত্রাসের ভূমিকায় অভিনয় করছেন জন। ‘পাঠান’-এ তিনি রাশিয়ান মাফিয়ার হয়ে কাজ করে, যারা ভারতে একটি গোপনে বন্দুকের র্যাকেট চালায়। জন চরিত্রটি অবশেষে শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন, যারা এই র্যাকেটকে ধরে ফেলার মিশনে রয়েছেন তাঁদের সঙ্গে ধুন্ধুমার যুদ্ধে জড়িয়ে পড়েন।
সন্ত্রাসবাদীদের মতো হাবভাবের একেবারে বিপরীতে হাঁটবেন জন। তিনি একটু বেশিই ‘কুল’। মিশনে তাঁকে ছদ্মবেশে দেখা যাবে। ‘পাঠান’-এ তাঁকে একদম রোগাসোগা অবতারে দেখা যাবে। একাধিক চেজ় সিকোয়েন্স এবং শাহরুখ খানের সঙ্গে হাতাহাতি লড়াইয়েও দেখা যাবে তাঁকে। একাধিক লুকে দেখা যাবে তাঁকে। অভিনেতা গত কয়েক মাস ধরে নিজের ওজনও ঝড়িয়েছেন, বলে শোনা যাচ্ছে।