Ranbir Kapoor: এও সম্ভব? রণবীর কাপুরের কোন রহস্য সামনে আনলেন এবার করণ?
Gossip: করণ জোহার এই প্রসঙ্গে মুখ খুললেন। করণের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন রণবীর কাপুর। তাঁরা পারিবারিক বন্ধুও বটে। আর সেই কারণেই কারণ জোহার রণবীর কাপুরের জীবনের অনেক রহস্যই জানেন।
রণবীর কাপুর, বরাবরই তিনি ব্যক্তিগত জীবন ও কর্মজীবন আলাদা রাখতেই পছন্দ করেন। তিনি বলে নন, অধিকাংশ সেলিব্রিটির এটাই লক্ষ্য থাকে। তবে সোশ্যাল মিডিয়ায় থাকবে না, নিজের সমস্ত কাজ গুছিয়ে দেওয়ার জন্য একজন ম্যানেজার থাকবেন না, এটা যেন মেনে নেওয়া যায় না। তাও যদি নবাগত হয় ঠিক আছে, রণবীর কাপুরের মত বিগষ্টার যদি এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে থাকেন, তবে কি তা সহজে বিশ্বাস করা যায়? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। রণবীর কাপুরের কোনও ম্যানেজার নেই। কোন সোশ্যাল মিডিয়ায় তাঁর সরাসরি উপস্থিতি নজরে আসে না। যদিও বেনামে একটি অ্যাকাউন্ট তাঁর আছে, এটি নিজেই স্বীকার করেছেন রণবীর কাপুর।
তবে নিজের ছবির পোস্ট, ছবির প্রচার, নিজের ছবি শেয়ার করা, পরিবারের সঙ্গে বিশেষ কোনও মুহূর্তের ছবি শেয়ার করে নেওয়া, এ কোনও কিছুই করেন না তিনি। পাশাপাশি কার সঙ্গে কবে মিটিং কোনও ছবির জন্য কোথায়? কোনও তারিখ দিয়ে রেখেছেন, এ সমস্তটাই নিজেই গুছিয়ে করেন রণবীর কাপুর। সম্প্রতি করণ জোহার এই প্রসঙ্গে মুখ খুললেন। করণের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন রণবীর কাপুর। তাঁরা পারিবারিক বন্ধুও বটে। আর সেই কারণেই কারণ জোহার রণবীর কাপুরের জীবনের অনেক রহস্যই জানেন। যার মধ্যে একটি হল তাঁর কোনও ম্যানেজার নেই। বলিউডের দাপুটে এই অভিনেতা সমস্ত তা একা হাতে সামলাচ্ছেন।
যদিও তার জন্য কখনও তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি অভিনেতাকে। সবটা যে নিজে বেশ গুছিয়ে সামলিয়েছেন এতবছর, তার প্রমাণ তো সকলের সামনেই। স্ক্রিপ্ট শোনা থেকে শুরু করে শুটিং মিটিং ডাবিং ছবি প্রোমোশন পাশাপাশি বিজ্ঞাপন জগতে কাজ করা, অন্যান্য ইভেন্টে উপস্থিত থাকা, এ সমস্ত বিষয়টা একা হাতে সামলে কাজ করে চলেছেন কাপুর সন। এটা রণবীরের এক বিশেষ গুণ বললে খুব একটা ভুল বলা হবে না। যেখানে ছোট-খাটো অভিনেতা-অভিনেত্রীদেরও একটি করে কিংবা কোনও কোনও ক্ষেত্রে দুটি করে ম্যানেজার থাকেন, সে জায়গায় দাঁড়িয়ে রণবীর কাপুরের মত সুপারস্টার সবটা একাই করে চলেছেন এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রণবীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।