প্রেমের সুরে ডুবে ‘সত্যনারায়ণের কথা’ শোনাবেন কার্তিক আরিয়ান

ধর্মা প্রোডাকশনের ছবি ‘দোস্তনা ২’-এর অংশ ছিলেন কার্তিক কিন্তু গত এপ্রিলে প্রযোজনা সংস্থা জানায় যে তাঁরা ফিল্মের জন্য পুনরায় কাস্টিং করবেন। ছবি থেকে বাদ পড়েন অভিনেতা।

প্রেমের সুরে ডুবে 'সত্যনারায়ণের কথা' শোনাবেন কার্তিক আরিয়ান
কার্তিক আরিয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2021 | 3:32 PM

বুধবার, প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা ঘোষণা করেন, ‘সত্যনারায়ণ কি কথা’ ছবিতে অভিনয় করছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিককে। মিউজিক্যাল প্রেম গাঁথা ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সমীর বিদ্বানস। ২০১৯ সালে মারাঠি ছবি আনন্দী গোপাল ছবি পরিচালনা করে খ্যাতি লাভ করেন সমীর।

“সত্যনারায়ণ কি কথা আমার কাছে দূরদর্শী এক প্রকল্প। আমরা নদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টে নামা পিকচার্স এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সমীর বিদ্বানস সঙ্গে কাজ করতে আগ্রহী, প্রতিভাবান কার্তিক আরিয়ানের আমরা ছবিতে পেয়েছি। কার্তিকের সঙ্গে আমাদের প্রথম কাজ এবং তিনি এই প্রোজক্টে নতুন মাত্রা আনবেন। ‘সত্যনারায়ণ কি কথা’র চিত্রনাট্য এক মিলনের গল্প বলবে এবং আমরা এই প্রেমের গল্পটি দর্শকদের সামনে আনার জন্য অপেক্ষা করছি,” এক বিবৃতিতে বলেন সাজিদ।

অভিনেতা কার্তিক বলেন, “সমীর বিদ্বানস স্যরের সঙ্গে আমার এটি প্রথম কাজ, উনি সংবেদনশীল বিষয়গুলো অত্যন্ত বিনোদনমূলক করে তোলার ক্ষমতা রাখেন। আমি সত্যই প্রচণ্ড চাপ এবং দায়বদ্ধতা অনুভব করি, যেহেতু এই দলে আমি একমাত্র সদস্য, যে জাতীয় পুরষ্কার পায়নি”

তিরিশ বছর বয়সী অভিনেতা, ‘পেয়ার কা পঞ্চনামা’ছবিটির জন্য খ্যাতি অর্জন করেন। তারপর ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘লুকা ছুপি’, ‘লাভ আজ কাল’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন।

kartik 2

‘ভুল ভুলাইয়া ২’-এ কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ানকে ‘ভুল ভুলাইয়া-২’  এবং নেটফ্লিক্সে ‘ধামাকা’ ছবিতে দেখা যাবে। ধর্মা প্রোডাকশনের ছবি ‘দোস্তনা ২’-এর অংশ ছিলেন কার্তিক কিন্তু গত এপ্রিলে প্রযোজনা সংস্থা জানায় যে তাঁরা ফিল্মের জন্য পুনরায় কাস্টিং করবেন। ছবি থেকে বাদ পড়েন অভিনেতা।

আরও পড়ুন ‘নীলাম্বরী’ নুসরত! সুইমিং পুলের জলে ‘ঝুঁকি’ নিতে পছন্দ করছেন অভিনেত্রী?