Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KRK Controversy: জেলে আমায় খুন করার জন্য সুপারি দেন অক্ষয়, বিস্ফোরক মন্তব্য কেআরকের

Bollywood Gossip: বিতর্কের কেন্দ্রে থাকা এই সেলেবের আক্রমণে সেবারও ছিলেন অক্ষয় কুমার। প্রশ্ন তুলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন বলিউডের ছবি নির্মাতারা ‘ইডিয়ট’।

KRK Controversy: জেলে আমায় খুন করার জন্য সুপারি দেন অক্ষয়, বিস্ফোরক মন্তব্য কেআরকের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 2:15 PM

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার। ছবির ব্যবসা থেকে শুরু করে তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের মুখ হওয়া, সব মিলিয়ে কোথাও গিয়ে যেন সময়টা সত্যিই ঠিক যাচ্ছে না অক্ষয় কুমারের। শেষ মুক্তি পেয়েছে সেলফি। সেই ছবি এক কথায় বলতে গেলে ফ্লপ। রামসেতু ঘিরেও একাধিক ট্রোল থেকে শুরু করে মিম, ভরে গিয়েছিল নেট দুনিয়ার পাতা। বচ্চন পান্ডে মুক্তি পেতেই তা পায় ফ্লপ তকমা। জ্যাকলিন-অক্ষয়ের রামসেতুর পোস্টার সামনে আসতেই তা চরম ট্রোল্ডের শিকার হয়েছিলেন তিনি। নেটিজেনদের প্রশ্ন ছিল, হাতে কেন মশাল, কেনই বা হাতে টর্চ, ঠিক, সেই সময়ই বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন কেআরকে। তাঁর সঙ্গে বলিউডের অন্দরমহলের সম্পর্ক খুব একটা মধুর নয়। মাঝে মধ্যেই তাঁকে নানা সেলেবকে নিশানা করতে দেখা যায়।

বিতর্কের কেন্দ্রে থাকা এই সেলেবের আক্রমণে সেবারও ছিলেন অক্ষয় কুমার। প্রশ্ন তুলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন বলিউডের ছবি নির্মাতারা ‘ইডিয়ট’। কারণ একটাই, সেই প্রসঙ্গ হল হাতে মশাল ও টর্চ। হাতে মশাল ও সঙ্গে টর্চ, পাশাপাশি এই দুটো কীভাবে ব্যবহার করা হয়েছিল ছবির পোস্টারে! এই নিয়ে প্রশ্ন ছুঁড়তে তিনিও বাদ থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় সপাট পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কেআরকে-র।

এবারও সেই একই পথা হাঁটলেন তিনি। তবে আনলেন বড় অভিযোগ। অক্ষয় কুমার নাকি তাঁকে খুনের চেষ্টা করেছেন। তাঁর কথায়, সকলের সঙ্গে সম্পর্ক তাঁর বেশ ভাল। একমাত্র অক্ষয় কুমার ছাড়া। অক্ষয় কুমারকে তিনি ক্যানাডিয়ান কুমার বলেছিলেন। সেই কারণেই নাকি তিনি ছক করেছিলেন কেআরকে-কে মেরে ফেলার। প্ল্যান করে জেলেও ঢুকিয়েছিলেন। যদিও তাঁর এই দাবিতে বিন্দুমাত্র বিচলিত হননি অক্ষয় কুমার। এই প্রসঙ্গে কোনও মন্তব্যও করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় কেআরকে-র এই বিস্ফোরক মন্তব্য এখন ভাইরাল।