পিছিয়ে গেল ‘লাইগার’-এর টিজার মুক্তি, সুস্থ পৃথিবীর আশায় বুক বাঁধছেন নির্মাতারা

‘লাইগার’ প্যান ইন্ডিয়া ছবি, তেলগু এবং হিন্দি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে।

পিছিয়ে গেল 'লাইগার'-এর টিজার মুক্তি, সুস্থ পৃথিবীর আশায় বুক বাঁধছেন নির্মাতারা
'লাইগার'-এ বিজয়-অনন্যা।
Follow Us:
| Updated on: May 09, 2021 | 12:24 PM

৩২ বছরে পা দিলেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত সুরাস্টার বিজয় দেবরকোন্ডা। তা-ই আজই ছিল ফ্যানদের জন্মদিনে রিটার্ন গিফট দেওয়ার কথা ছিল তাঁর। ঠিক ছিল তাঁর আসন্ন ছবি ‘লাইগার’-এর টিজার মুক্তি হওয়ার কথা ছিল বার্থডে-তে। কিন্তু দেশজুড়ে এই করুণ পরিস্থিতির কারণে পিছিয়ে গেল টিজার মুক্তি।

করণ জোহর প্রযোজিত এবং পুরী জগন্নাধ পরিচালিত ‘লাইগার’ রোম্যান্টিক স্পোর্টস অ্যাকশন ফিল্ম। মুখ্য ভূমিকায় রয়েছেন বিজয় এবং অনন্যা পান্ডে। এও ঠিক ছিল আগামী সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘লাইগার’, কিন্তু যা মনে হচ্ছে তা হল টিজার মুক্তির মতো পিছিয়ে যেত পারে ছবি মুক্তির তারিখও।

আরও পড়ুন ধনুষ অভিনীত ‘কর্ণন’ এবার মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইমে

টিজার মুক্তি পিছিয়ে যাওয়ার সংবাদটি ঘোষণা করে ধর্মা প্রোডাকশন এক বিবৃতি প্রকাশ করে। তাতে লেখা রয়েছে, ‘এই কঠিন পরীক্ষার সময়, আমরা আশা করি আপনারা সকলে ঘরে রয়েছেন, নিজের এবং আপনার প্রিয়জনদের খেয়াল রাখছেন। আমরা সকলেই ‘লাইগার’-এর এক পাওয়ার-প্যাকড টিজার প্রকাশের জন্য প্রস্তুত ছিলাম। তবে, আমাদের দেশ যা পরিস্থিতি এবং পরিবেশের মুখোমুখি হচ্ছে তার কারণে আমরা আমাদের সবার জন্য আরও ভাল সময়ে গোটা বিশ্বের সঙ্গে শেয়ার করে নেওয়ার আশায় টিজার রিলিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই এই সময়ে একসঙ্গে আছি। প্রেক্ষাগৃহে শীঘ্রই দেখা হবে, যখন আমাদের দেশ সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠবে।’

View this post on Instagram

A post shared by Ananya ?? (@ananyapanday)

বিজয় এবং অনন্যা ছাড়াও ‘লাইগার’-এ রয়েছেন রনিত রায়, রামিয়া কৃষ্ণণ, বিশু রেড্ডি, মকরান্দ দেশপাণ্ডে প্রমুখ। ছবিটির সহ-প্রযোজনা করছেন চার্মে কওড়। ‘লাইগার’ প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে, যা তেলগু এবং হিন্দি ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। এই ছবির মাধ্যমে বিজয় বলিউডে এবং অনন্যা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন।