Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Film: ফের একটি সন্ত্রাসবাদ গল্প ভিত্তিক ছবি; নজরে আর মাধবন, দর্শন কুমার, অপারশক্তি খুরানা…

R Madhavan: টান টান উত্তেজনায় ভরপুর একটি গল্প নিয়ে আসছে 'ধোকা: রাউন্ড দ্য কর্নার' ছবিটি।

New Film: ফের একটি সন্ত্রাসবাদ গল্প ভিত্তিক ছবি; নজরে আর মাধবন, দর্শন কুমার, অপারশক্তি খুরানা...
নতুন ছবি 'ধোকা'।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 4:31 PM

আরও একটি সন্ত্রাসবাদ নির্ভর গল্প তৈরি করল বলিউড নির্মাতারা। আর মাধবন, অপরাশক্তি খুরানা, দর্শন কুমার, খুশালি কুমার অভিনীত নতুন ছবি আসছে। ছবির নাম ‘ধোকা: রাউন্ড দ্য কর্নার’। ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই হিন্দি ছবি। এটি একটি সাসপেন্স ড্রামা। এক দম্পতির জীবনের একটি দিনের ঘটনা নিয়ে চিত্রনাট্য। আজই (বৃহস্পতিবার, ২৮.০৭.২০২২) প্রকাশ্যে এসেছে ৩৬ সেকেন্ডের ছবির একটি ক্লিপ। ছবির পরিচালক কুকি গুলাটি। এর আগে ‘প্রিন্স’ এবং ‘দ্য বিগ বুল’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ছবির প্রযোজকরা হলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ধর্মেন্দ্র শর্মা, বিক্রান্ত শর্মা।

এই ছবিতে অন্যধরনের একটি চরিত্রে অভিনয় করছেন অপারশক্তি খুরানা। তিনি বলেছেন, “নিজের অভিনয়ের এক অন্য দিক তুলে ধরতে চেয়েছি। আশা করছি দর্শক আমাদের এই রূপে গ্রহণ করে নেবেন। বিশ্বাস করুন, আমি খুবই উত্তেজিত।” ছবিতে নতুন অবতারে অপারশক্তি সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

সম্প্রতি ‘রকেন্ট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিটি তৈরি করে আলোচনার এক্কেবারে কেন্দ্রে চলে এসেছেন আর মাধবন। এবার তাঁকে একটি স্পর্শকাতর চরিত্রে দেখা যাবে এই ছবিতে।

ছবিকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে নির্মাতাদের মনে। তাঁরা মনে করছেন, দর্শকের এই সাসপেন্স থ্রিলারটি ভালই লাগবে। এর আগেও একাধিক সন্ত্রাসবাদ বিষয়ক ছবি তৈরি করেছে বলিউড। এই ছবিটিও সেরকমই। কিন্তু এতে বেশ কিছু আঙ্গিক যুক্ত হয়েছে, যা এখনও পর্যন্ত সাসপেন্সের পর্যায় রয়েছে। ২৩ সেপ্টেম্বর ছবি মুক্তির পর সেই রহস্যও উদ্ঘাটিত হবে।