Pathaan Motion Poster: কিং খানের পর দীপিকার ‘পাঠান’ লুক প্রকাশ্যে, প্রথম মোশন পোস্টার দেখে কী বললেন শাহরুখ

Deepika Padukone: পাঠান ছবির প্রথম মোশন পোস্টারে থাকলেন কেবলই দীপিকা পাড়ুকোন। ছবিতে এই প্রথম তাঁর লুক এল সামনে।

Pathaan Motion Poster: কিং খানের পর দীপিকার 'পাঠান' লুক প্রকাশ্যে, প্রথম মোশন পোস্টার দেখে কী বললেন শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 12:43 PM

টানা ৪ বছরের বিরতির পর এবার পর্দায় আসতে চলেছেন শাহরুখ খান। কেবল শাহরুখ একাই নয়, সঙ্গে ফিরছে বলিউডে হিট জুটিও। দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান একযোগে একাধিক হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। শাহরুখের হাত ধরেই বলিউডে পা রাখা দীপিকার, সেই জুটির আগামী ছবি ঘিরেই এখন উত্তেজনা তুঙ্গে। প্রকাশ্যে এল পাঠান ছবির প্রথম মোশন পোস্টার। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খানের লুক প্রকাশ্যে এসেছিল আগেই। এবার পালা দীপিকা পাড়ুকোনের।

পাঠান ছবির প্রথম মোশন পোস্টারে থাকলেন কেবলই দীপিকা পাড়ুকোন। ছবিতে এই প্রথম তাঁর লুক এল সামনে। স্টানিং লুকে ধরা দিলেন দীপিকা। এর আগে এত বোল্ড লুকে পর্দায় ধরা দেননি রামলীলা স্টার। বন্দুক হাতে দৃঢ়় দৃষ্টিতে ট্রিগারে আঙুল। মুহূর্তে ছিটকে এল বুলেট, তারই পেছনে দাঁড়িয়ে থাকা দীপিকার একটি ঝলকেই মুগ্ধ ভক্তরা। খোদ শাহরুখ খান এই মোশন পোস্টার শেয়ার করে লিখলেন, খুন করতে তাঁর কোনও বুলেটের প্রয়োজন হয় না। আর মাত্র ৬ মাস। শাহরুখের এই মন্তব্যে সহমত ভক্তরাও। দীপিকার কিলার লুকই যথেষ্ট, প্রয়োজন নেই বন্দুকের।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

পাঠান ছবি ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে, ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। তারই আগে একের পর এক লুক প্রকাশ থেকে টিজ়ার ট্রেলার লঞ্চের পালা। ছবির কাজ শেষ। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। অন্যদিকে সদ্য প্রভাসের বিপরীতে প্রজেক্ট কে-র কাজ শেষ করেছেন দীপিকা পাড়ুকোন। যদিও সেই ছবির বেশ কিছুটা কাজ এখনও বাকি। তারই মধ্যে এবার পাঠান ঘিরে ভাইরাল দীপিকা। বর্তমানে বি-টাউনের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পারিশ্রমিকের নিরিখেও সকলের উপরে নাম লিখিয়েছেন রণবীর পত্নী। প্রজেক্ট কে ও পাঠান দুই অ্যাকশন ভরপুর ছবি। এখন দেখার দীপিকা বনাম দীপিকায় এগিয়ে থাকে কে, সাউথ না বলিউড!