Box Office Collection: দর্শক নেই, বিগ বাজেট ‘শামশেরা’ ছবির শো বন্ধ বেশ কয়েকটি সিনেমা হলে
Shamshera: ১৫০ কোটি টাকা লগ্নি করা হয়েছে এই ছবিতে। ছবি নিয়ে প্রবল কৌতুহল ছিল প্রথম থেকেই। ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই নানা জনের নানা মত। পরীক্ষার ফল বেরিয়েছে।
২০১৮ সালে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) বায়োপিক ‘সঞ্জু’ ছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) মুক্তি প্রাপ্ত শেষ ছবি। প্রায় ৪ বছর পর সেই সঞ্জয় দত্তের সঙ্গেই এলেন বড় পর্দায় রণবীর ‘শামশেরা’ (Shamshera) ছবিতে। ছবি নিয়ে নায়ক যেমন ছিলেন উত্তেজিত, তেমনই ছবির প্রযোজক যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়াও। ৫০ বছর বর্ষপূর্তি উপলক্ষে যে কটি ছবিতে লগ্নি করেছেন তাঁরা, তার মধ্যে অন্যতম এই ছবি। ১৫০ কোটি টাকা লগ্নি করা হয়েছে এই ছবিতে। ছবি নিয়ে প্রবল কৌতুহল ছিল প্রথম থেকেই। ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই নানা জনের নানা মত। পরীক্ষার ফল বেরিয়েছে। প্রথম দিন ১০ কোটি ব্যবসা করেছে এই ছবি। কিন্তু ছবির ফলাফল নিয়ে মোটেই খুশি নন সিনেমা বিশেষজ্ঞরা। তরণ আদর্শ থেকে কোমল নাহতা সকলেই ছবি নিয়ে অসন্তোষই প্রকাশ করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে কোমল জানিয়েছেন, ১০ কোটি প্রথম দিন বক্স অফিস কালেকশন যেমন করেছে রণবীরে ছবি, তেমনই মুম্বইয়ের অনেক সিনেমা হলের মর্নিং আর আফ্টারনুন শো বন্ধ করতে হয়েছে দর্শক না হওয়ার জন্য। প্রায় ৪০০০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘শামশেরা’। এত বড় আকারে খুব কম ছবিই মুক্তি পায়। সেখানে মাত্র ১০ কোটি খুব কম বলেই মনে করছেন অনেক দর্শকও। সোশ্যাল মিডিয়াতে এমনই কথা লিখেছেন এক নেটিজ়েন, “এর মতো একটি সিনেমা প্রথম দিনে ন্যূনতম ১৮-২০ কোটি দিয়ে শুরু হওয়া উচিত, কারণ ছবির বাজেট ১৫০ কোটি। আশা করি সিনেমা নিয়ে ভাল পর্যালোচনাগুলো বক্স-অফিসের নম্বরে পরিবর্তন আনবে।”
অন্যদিকে তরণ আদর্শ নিজের ইনস্টাগ্রামে ‘শামশেরা’ ছবিকে এক কথায় ‘অসহনীয়’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “#ঠগস অফ হিন্দুস্তান-এর স্মৃতি ফিরিয়ে আনে… এমনকি #রণবীর কাপুরের তারকা শক্তিও এই জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারবে না… হতাশাযুক্ত মহাকাব্য।”
তবে দর্শকদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একজন দর্শকের মতে, “ছবির প্রথমভাগ অনেক আশা জাগায়। ছবির গল্পে অনেক কিছু রয়েছে। ভাল সংলাপ আর অ্যাকশন দৃশ্যগুলো দেখতে দেখতে দক্ষিণ ভারতীয় ছবি দেখছি বলে মনে হচ্ছিল। ছবির দৈর্ঘ্যও বেশ লম্বা”। ছবির প্রথম ভাগে তিনটে গান। এই নিয়ে আর একজন লিখেছেন, “পরিচালকরা কেন এত গান ব্যবহার করেন সিনেমাতে কে জানে, এতে গতি নষ্ট হয়ে যায়”! অন্য একজন ছবিকে “আউট স্ট্যাংডিং” বলেছেন। আবার আর একজনের মতে, এই ছবি হিট করা খুব জরুরি বলিউডের জন্য। একজন ফ্লপ তকমা দিয়ে একেবারে “টাকা নষ্ট” এই সিনেমা দেখা বলেছেন।
প্রথমবার এই ছবিতে রণবীর কাপুরকে পাওয়া গিয়েছে দ্বৈত চরিত্রে। বাণী কাপুরের ডান্স, সঞ্জয়ের উপস্থিতি আর রণবীরের নিজেকে ভেঙে অন্যরকম চরিত্রে অভিনয় মনে হয় না বাঁচাতে পারবে ‘শামশেরা’কে। জয়েশভাই জোরদার’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর পর যশরাজ ফিল্মসের এই বছরের তৃতীয় ফ্লপ ছবি, সিনেমা বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শকের রিভিউ সেই দিকেই ইঙ্গিত করছে।