Shamshera Box Office: বক্স অফিসে জমছে না ডাকাত রণবীর, দ্বিতীয় দিনেও অসফল লক্ষ্মী লাভে

Day 2 Collection: ইতিমধ্যে মিলছে একাধিক খারাপ খবর। প্রেক্ষাগৃহে নেই প্রথম সপ্তাহতেই দর্শক। আর সেই কারণেই বেশ কিছু প্রেক্ষাগৃহে বন্ধ হচ্ছে এই ছবির শো।

Shamshera Box Office: বক্স অফিসে জমছে না ডাকাত রণবীর, দ্বিতীয় দিনেও অসফল লক্ষ্মী লাভে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 12:02 PM

মাত্র ২ দিন হয়েছে বক্স অফিসে মুক্তি পেয়েছে শামশেরা ছবি। ২২ জুলাই রণবীর কাপুর ও বাণী কাপুর অভিনীত ছবি শামশেরা প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই তা ঘিরে জল্পনা তুঙ্গে। ছবি ঘিরে একাধিক রিভিউ বর্তমান। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চিত্রটা বেশ কিছুটা স্পষ্ট। রণবীরের এই ডাকাত লুক মোটেও মনে ধরেনি ভক্তদের। ধিকি ধিকি করে এগোচ্ছে বক্স অফিস কালেকশন। বলিউডের কেজিএফ তকমা পাওয়া শামশেরা নিয়ে এক কথায় নিরাশ ভক্তমহল। ছবিতে রণবীরের দাপুটে অভিনয় কোথায়!

আপাদ মস্তক চেষ্টা থাকলেও চোখে পড়েনি গল্পের বুনট। ছবির প্রতিটা ভাঁজেই যেন এক ছেঁড়া ছেঁড়া গল্প-চরিত্রের সমাবেশ। ১৫০ কোটি বাজেটের এই ছবি প্রথমদিন বক্স অফিসে মাত্র ১০ কোটি আট করতে সক্ষম হয়েছিল। এরপর দ্বিতীয় দিনেও ছবিটা সেই একই রইল। মাত্র ১০ কোটিতেই ইতি টানল এদিনের বক্স অফিস কালেকশন। ফলে ছবি যে খুব একটা ব্যবসার মুখ দেখতে পাবে না, তা বেশ কিছুটা স্পষ্ট। কারণ ইতিমধ্যে মিলছে একাধিক খারাপ খবর। প্রেক্ষাগৃহে নেই প্রথম সপ্তাহতেই দর্শক। আর সেই কারণেই বেশ কিছু প্রেক্ষাগৃহে বন্ধ হচ্ছে এই ছবির শো। ফলে ছবির ব্যবসায় প্রথম সপ্তাহতেই পড়ল বড় সড় কোপ।

ছবির ক্ষেত্রে একাধিক তুলনামূলক বিষয়ও চোখে পড়তে দেখা যায়। কখনও সামনে উঠে আসে আবার অন্য ছবি, নানাভাবে ট্রোল হতেই দেখা যাচ্ছে শামশেরাকে। রণবীর কাপুরকে ডাকাত লুকে বক্স অফিস খুব একটা মাইলেজ যে দেখে পারবে না, তার আভাস কিছুটা মিলল প্রথম দুদিনেই। তবে যুগ যুগ জিও ছবির ক্ষেত্রে প্রথমে বক্স অফিস কালেকশন ভাল না হলেও, পরবর্তীতে কিন্তু তা বেশ কিছুটা আয়ের অঙ্কে ঘরে তুলে আনতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই যুগ যুগ জিও মুক্তি পেয়েছে ওটিটি-তে। তবে সিনেমাহলেও বর্তমান বেশ কিছু শো। তাই আগামী ৭ দিনে ছবির ভবিষ্যত কি তা সময়ই বলবে।