Alia Bhatt: চিঠির জমানা উধাও, রোজ রাতে মেয়েকে ই-মেল লেখেন আলিয়া!

Alia Bhatt: চিঠির জমানা কবেই গিয়েছে। উঠে গিয়েছে টেলিগ্রামও। জায়গা দখল করেছে ইমেল। আর তাতেই মন উজাড় করেন আলিয়া ভাট। সাক্ষী থাকে তাঁর ছোট্ট সোনা-- রাহা কাপুর। গত বছরের শেষের দিকে আগমন হয়েছিল ছোট্ট রাহার। জন্মের পর থেকেই রাহার মুখ দেখাননি আলিয়া- রণবীর কাপুর ওপরিবার।

Alia Bhatt: চিঠির জমানা উধাও, রোজ রাতে মেয়েকে ই-মেল লেখেন আলিয়া!
রোজ রাতে বাড়ি ফিরে মেয়েকে ই-মেল লেখেন আলিয়া!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 6:51 PM

চিঠির জমানা কবেই গিয়েছে। উঠে গিয়েছে টেলিগ্রামও। জায়গা দখল করেছে ইমেল। আর তাতেই মন উজাড় করেন আলিয়া ভাট। সাক্ষী থাকে তাঁর ছোট্ট সোনা– রাহা কাপুর। গত বছরের শেষের দিকে আগমন হয়েছিল ছোট্ট রাহার। জন্মের পর থেকেই রাহার মুখ দেখাননি আলিয়া- রণবীর কাপুর ওপরিবার। জানিয়েছিলেন মেয়েকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রাখতে চান তাঁরা। দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কয়েক মাস। রাহার এক বছরের জন্মদিন হতেও আর বেশিদিন বাকি নেই। তবে এরই মধ্যে রাহা ও আলিয়াকে নিয়ে এমন এক তথ্য শেয়ার করলেন বাবা রণবীর, যা শুনলে মন আনন্দে নেচে উঠবে আপনার। মেয়ে ছোট, এখন সে কথা বলতে পারে না। কিন্তু মা আলিয়া সারাদিনের ক্লান্তি ভুলে রোজ রাতে বাড়ি ফিরে মেয়েকে ইমেল করে। লিখে রাখে রোজকারের নিত্য নৈমিত্তিক খুঁটিনাটি। মেয়ে বড় হয়ে পড়বে এই তাঁর বিশ্বাস। রণবীর জানিয়েছেন, আলিয়াকে দেখে অনুপ্রাণিত তিনিও। ঠিক করেছেন, মেয়েকে এবার থেকে চিঠি লিখবেন তিনিও। রণবীর জানিয়েছেন, ছোটবেলা থেকেই বহু প্রেমপত্র লিখেছেন তিনি। তবে আর প্রেমপত্র নয় ছোট্ট রাহাকে চিঠি লিখবেন রণবীর, জানিয়েছেন এমনটাই।

প্রসঙ্গত, জন্মের পর রাহার মুখ পাপারাৎজিকে দেখিয়েছিলেন রালিয়া। তাঁরা কথা রেখেছেন। ছবি ফাঁস করেননি। একবার রণবীরকে জিজ্ঞাসা করা হয়, মেয়েকে কার মতো দেখতে? তিনি উত্তর দিয়েছিলেন, ““ঠিক বুঝতে পারি না জানেন, কখনও ওকে আমার মত দেখতে লাগে, তো কখনও দেখতে লাগে আলিয়ার মতো। ওকে হয়তো ওর মতই সুন্দর দেখতে।”