বড় ক্যানভাসে শুধু আলিয়ার ছবি, সাজানো থাকবে রণবীরের নতুন বাংলোয়

লাভ রঞ্জন পরিচালিত নতুন রমকম ছবিতে (যার নাম অবশ্য ঠিক হয়নি) রয়েছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। ছবি ঘোষণার পর থেকে ফ্যানদের শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। পরের বছর দোল অর্থাৎ ১৮ মার্চ ২০২২ মুক্তি পাবে রণবীর-শ্রদ্ধা অভিনীত ছবিটি।

বড় ক্যানভাসে শুধু আলিয়ার ছবি, সাজানো থাকবে রণবীরের নতুন বাংলোয়
রণবীর-আলিয়া।
Follow Us:
| Updated on: Feb 27, 2021 | 10:15 AM

রণবীর-আলিয়া বলিউডের ‘ট্রেন্ডিং’ কাপল। পাপারাৎজির ক্যামেরায় বারবার ধরা পড়ে তাঁদের পিডিএ (পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন)। বেশ কিছুদিন ধরে তাঁদেরকে দেখা যাচ্ছে সদ্য নির্মীয়মাণ বাড়ির কাছে দেখা যাচ্ছ যুগলকে। বাড়িটিকে ঠিক কীভাবে সাজিয়েছেন কাপল তা জানার জন্য ফ্যানেরা উৎসুক।

তবে, যা শোনা যাচ্ছে ‘সাওয়ারিয়া’ খ্যাত রণবীর তাঁর প্রেমিকার জন্য একটু অন্য কিছুই প্ল্যান করেছেন।

আরও পড়ুন ‘অনুরাগ মিষ্টি’, ‘দোবারা’র শুটিংয়ে যোগ দিয়ে স্ত্রীকে জানালেন শাশ্বত

সূত্রের খবর, রণবীর বাড়িতে এক পেল্লাই ক্যানভাসে বাড়ির দেওয়াল সাজাতে চান রণবীর। আর সে ক্যানভাসে সাজানো থাকবে আলিয়ার ছোটবেলা থেকে বড়বেলার ক্যানডিড ছবি। মোজাইক টাইলে সাজানো টুকরো ছবিতে সাজানো গোটা ক্যানভাস। আরও খবর, আলিয়াও বাড়ির একটি ঘরের কোণায় সাজাবেন রণবীরের ছবিতে। অভিনেতার বেশ কিছু বিরল এবং থ্রোব্যাক ছবি তো থাকবেই সঙ্গে থাকবে কাপুর পরিবারের ছবিও।

১৬ পেব্রুয়ারি আলিয়া, রণবীর এবং রিতু কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল পাপারাৎজির তোলা ছবিতে। তাঁরা তাঁদের নতুন নির্মীয়মান বাংলোয় গিয়েছিলেন। আলিয়া সাদা লং শার্ট পরেছিলেন সঙ্গে এক ব্ল্যআক বাম ব্যাগ পায়ে কালো জুতো। অন্যদিকে রণবীর পরেছিলেন ওবারসাইজড সাদা টিশার্ট সঙ্গে ব্ল্যাক-নীল চেক শার্ট এবং সবুজ প্যান্ট।

লাভ রঞ্জন পরিচালিত নতুন রমকম ছবিতে (যার নাম অবশ্য ঠিক হয়নি) রয়েছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। ছবি ঘোষণার পর থেকে ফ্যানদের শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। পরের বছর দোল অর্থাৎ ১৮ মার্চ ২০২২ মুক্তি পাবে রণবীর-শ্রদ্ধা অভিনীত ছবিটি।

ছবিতে শুধু রণবীর-শ্রদ্ধা নন। দেখা যাবে আরও এক নতুন জুটিকে। ছবিতে রণবীর কপূরের বাবা-মা হতে চলেছেন বনি কপূর এবং ডিম্পল কাপাডিয়া। বনি এবং ডিম্পলের জুটিকেও বলিউডে প্রথমবার দেখা যাবে।