Movie Piracy: রাতারাতি অনলাইনে লিক HD ‘জওয়ান’, পাইরেসি রুখতে এবার কড়া পদক্ষেপ রেড চিলিজের

Viral News: এই ছবি প্রথম দিনেই লিক হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তাও আবার HD কোয়ালিটির। হাতে হাতে ভাইরাল হয়ে পড়ল শাহরুখ খানের অন্যতম বক্স অফিস হিট ছবি। আর এতেই এবার নড়ে চড়ে বসল শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ।

Movie Piracy: রাতারাতি অনলাইনে লিক HD 'জওয়ান', পাইরেসি রুখতে এবার কড়া পদক্ষেপ রেড চিলিজের
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 5:37 PM

কোটি কোটি টাকা ব্যয় করে এক একটি ছবি তৈরি করা হয়। কেবলমাত্র বড় পর্দার কথা মাথায় রেখেই। বিপুল পরিমাণে দর্শক এসে সেই ছবি দেখবেন, এই আশা রাখেন ছবির অভিনেতা থেকে শুরু করে প্রযোজক সংস্থা, পরিচালক থেকে শুরু করে প্রতিটা স্টারকাস্ট। কিন্তু সেই অক্লান্ত পরিশ্রম যদি রাতারাতি অনলাইনে লিক হয়ে যায়! ফোনে ফোনে ছড়িয়ে পড়ে, তবে আয়ের খাতে বিশাল ক্ষতির মুখ দেখতে হয় ছবি নির্মাতাদের। হাতের মুঠোয় রাতারাতি যদি টাটকা তাজা ছবি পাওয়া যায়, তবে অনেকেই আর প্রেক্ষাগৃহে গিয়ে পয়সা খরচ করে ছবি দেখার আগ্রহ দেখান না। এই সমস্যা মুখোমুখি হতে হচ্ছে সিনেমা নির্মাতা সংস্থাদের প্রথম থেকেই। তাই তালিকা থেকে বাদ পড়ল না শাহরুখ খান অভিনীত ছবির ‘জওয়ান’।

এই ছবি প্রথম দিনেই লিক হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তাও আবার HD কোয়ালিটির। হাতে হাতে ভাইরাল হয়ে পড়ল শাহরুখ খানের অন্যতম বক্স অফিস হিট ছবি। আর এতেই এবার নড়ে চড়ে বসল শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ। রেড চিলিজের পক্ষ থেকে এবার কড়া ব্যবস্থা নেওয়া হল ছবি পাইরেসি রুখতে। নিয়োগ করা হল অ্যান্টি পাইরেসি সংস্থার কর্মীদের। যাঁদের মূল কাজ অনলাইনে কারা এই পাইরেসির লিংক ছড়িয়ে দিচ্ছে বা তৈরি করছে তাঁদের খুঁজে বার করা।

অভিযুক্তদের চিহ্নিত করা মাত্রই উপযুক্ত শাস্তিও দেওয়া হবে বলে মিলছে খবর। ইতিমধ্যেই রেড চিলিজ প্রযোজনা সংস্থা থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই মর্মে। ছবির আয় ব্যাপক ধ্বস নামে কেবলমাত্র এই পাইরেসির জন্য। যে ছবি বড় পর্দার জন্য যত্ন সহকারে কোটি কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়, তা হাতের মুঠোয় থাকা ফোনে কিংবা ল্যাপটপে পলকে দেখে ফেলার অভ্যাস ইতিমধ্যে অনেকেরই তৈরি হয়ে গিয়েছে। তবে এই চল বন্ধ করতেই হবে, সেই জন্যই এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়ল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা।