Sushant Singh Rajput Birthday: জীবনে এখন অন্য পুরুষ, সুশান্তের জন্মদিন রিয়া কি ভুলে গেলেন?

Sushant Singh Rajput Birthday: আজ অর্থাৎ শনিবার সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। সুশান্ত নেই তবু তাঁর স্মৃতিতে ডুবে সোশ্যাল মিডিয়া। দিদিরাও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আদরের ভাইকে। আর রিয়া চক্রবর্তী?

Sushant Singh Rajput Birthday: জীবনে এখন অন্য পুরুষ, সুশান্তের জন্মদিন রিয়া কি ভুলে গেলেন?
রিয়া-সুশান্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 1:50 PM

আজ অর্থাৎ শনিবার সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। সুশান্ত নেই তবু তাঁর স্মৃতিতে ডুবে সোশ্যাল মিডিয়া। দিদিরাও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের আদরের ভাইকে। আর রিয়া চক্রবর্তী? মৃত্যুর আগে যার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সুশান্ত? তিনি কী করলেন? ভুলে গেলেন সুশান্তের জন্মদিন নাকি গত বছরের মতো এ বছরেও স্মৃতিচারণায় ভাসলেন প্রাক্তন প্রেমিকের? নেটিজেনদের মনে প্রশ্ন জাগছিল গতকাল অর্থাৎ শুক্রবার ১২টা বাজার পর থেকেই। গতকাল রাত্রে রিয়ার ইনস্টাগ্রামে পোস্ট হয়নি কোনও স্মৃতিচারণ। এমনকি আজ দুপুর পর্যন্ত রিয়ার সোশ্যাল মিডিয়ায় ছিল সুশান্ত-বিহীন। কিন্তু বেলা বাড়তেই দেখা গেল অন্য চিত্র। গত বছরের মতো এ বারেও সুশান্তের স্মৃতিচারণ করেছেন রিয়া। শেয়ার করেছেন দুজনের অদেখা ছবি। বেশি কিছু লেখেননি ক্যাপশনে। দিয়েছেন ‘অসীমতার চিহ্ন’। বোঝাতে চেয়েছেন তাঁদের ভালবাসা সব সীমার ঊর্ধ্বে। ট্রোল্ডও হয়েছেন রিয়া। অনেকেরই মতে এ সবই ‘দেখনদারি’ ব্যতীত কিছুই নয়। ‘ড্যামেজ’ নিয়ন্ত্রণেরই মরিয়া প্রচেষ্টা।

বলিউডের গুঞ্জন রিয়া এই মুহূর্তে সিঙ্গল নন। তাঁর প্রেমিকের নাম বান্টি সাজদেহ। কে এই বান্টি? কী তাঁর পরিচয়? কর্নারস্টোন স্পোর্ট নামক এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হলেন এই বান্টি।কী করে এই কর্নারস্টোন স্পোর্ট? বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো নামজাদা খেলোয়াড়দের ‘ম্যানেজ’ করে এই এজেন্সি। অর্থাৎ তাঁদের প্রতিটি পদক্ষেপ কী হবে, কীভাবে তাঁরা জনসংযোগ বজায় রাখবেন– এ সবই দেখার দায়িত্ব ওই সংস্থার। জানা যাচ্ছে, রিয়াও ছিলেন বান্টির একজন ক্লায়েন্ট। তাঁকেও ‘ম্যানেজ’ করত বান্টির এই সংস্থা। যখন রিয়াকে নিয়ে কাটাছেঁড়া চলেছিল, চলেছিল মিডিয়া ট্রায়াল, তখন অভিনেত্রী নাকি পাশে পেয়েছিলেন বান্টিকে। আর সেই নির্ভরতা থেকেই নাকি প্রেমটা হয়ে গিয়েছে দুজনের। যদিও দুজনেরই কেউই এখনই এই প্রেম নিয়ে মুখ খুলতে নারাজ। ২০২০ সালের ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কারণ, তা নিয়ে আজও রহস্য বর্তমান।