রাজকুমারের অ্যাকশন-থ্রিলার ছবিতে ‘ভাইজান’, গল্প এগবে সত্য ঘটনার অবলম্বনে

সলমন চলতি বছরে শেষের দিকে টাইগার থ্রি-এর শুটিং শেষ করবেন। তারপর তিনি ফরহাদ সামজি পরিচালিত সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনায়, ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির দিকে এগবেন ।

রাজকুমারের অ্যাকশন-থ্রিলার ছবিতে 'ভাইজান', গল্প এগবে সত্য ঘটনার অবলম্বনে
সলমন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2021 | 7:25 PM

থালাপতি বিজয় এবং বিজয় শেতুপতী অভিনীত এবং লোকেশ কানাগরাজ পরিচালিত ‘মাস্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন সলমন। ছবিটি চলতি বছরের শুরুতে জনতা কার্ফু ঘোষণার আগে ছবিটি দেখেন সলমন। ‘মাস্টার’ দারুণ হিটও হয়েছিল। সলমন ছবিতে থালাপাথি বিজয়ের ভূমিকায় অভিনয় করবেন এবং এও শোনা যাচ্ছে নির্মাতারা সুপারস্টারের বিপরীত অভিনীত চরিত্রের জন্য বড় তারকার খোঁজও চালাচ্ছেন।

অন্যদিকে পরিচালক রাজকুমার গুপ্তার সঙ্গে থ্রিলার-ড্রামা নিয়েও কথা চালাচ্ছেন সলমন খান। রাজকুমার, ‘আমির’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘ঘনচক্কর; এবং ‘রেড’-এর মতো ছবি করে সমালোচনা এবং প্রশংসা দুই কুড়িয়েছেন

“রাজকুমার গুপ্তা বেশ কিছুদিন ধরে সলমান এবং তাঁর টিমের সঙ্গে আলোচনা করছেন এবং মনে হচ্ছে বিষয়গুলো শেষ পর্যন্ত এক নিশ্চিত জায়গা করে নিয়েছে। গুপ্তা যে ছবি করতে চলেছেন তা সলমনের বেশ পছন্দ হয়েছে এবং খুব শীঘ্রই এটি নিয়ে কাজ করতে চাইছেন তিনি। প্রোজেক্টটি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায় রয়েছে। যদি সব ঠিকঠাক চলে, পরিচালক আগামী দু’মাসের মধ্যে প্রি-প্রোডাকশন কাজে ঝাঁপিয়ে পড়বেন, ”সূত্রের খবর।

ছবির গল্প লিখেছেন রাজকুমার গুপ্তা। লকডাউনের মধ্যে পরিচালক তাঁর লেখকদের দল চিত্রনাট্য নিয়ে গবেষণা করেছেন এবং তার সঙ্গে সলমনের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। থ্রিলার জঁরের ছবিতে ফ্ল্যামবয়েন্ট এক চরিত্রে দেখা যাবে সলমনকে। অ্যাকশন-ড্রামা-থ্রিলারের মিশেলে হতে চলেছে ছবি।

“সলমন চলতি বছরে শেষের দিকে টাইগার থ্রি-এর শুটিং শেষ করবেন। তারপর তিনি ফরহাদ সামজি পরিচালিত সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনায়, ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির দিকে এগবেন । সেটা শেষ করে তিনি রাজকুমার গুপ্তার ছবি করবেন,” সূত্রের আরও খবর। যদি সলমন ‘মাস্টার’ ছবিটিও করেন, তাহলে তা রাজকুমার গুপ্তার ছবির পরেই হবে। সূত্রের খবর অনুযায়ী, “তিনি মাস্টার টিমেকে একটি পূর্ণ হিন্দি স্ক্রিপ্ট নিয়ে আসতে বলেছে। কারণ তামিল কাহিনীর মূলের অনেক উপাদান বলিউড দর্শকদের কাছে তুলে ধরার জন্য কিছু বদলেরও প্রয়োজন।”

আরও পড়ুন ‘তুফান’ বইবে পরের মাসেই! ‘ফারহান’ ঝড়ে উপচে পড়বে অ্যামাজন প্রাইমে