Salman Astrology Prediction: রাহুর প্রভাবেই কি ছবি ফ্লপ? সলমনের ভাগ্য গণনা করলেন জ্যোতিষবিদ

Salman Khan: বক্স অফিসে প্রথম দিনে যায় আয় হল তা কোথায় গিয়ে যেন রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে ভক্তদের। একদিকে যেমন ছবির বক্স অফিসে ধাক্কা, তেমনই আবার হত্যার হুমকিও পেয়ে চলেছেন তিনি ক্রমাগত।

Salman Astrology Prediction: রাহুর প্রভাবেই কি ছবি ফ্লপ? সলমনের ভাগ্য গণনা করলেন জ্যোতিষবিদ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 11:04 AM

ঈদ-দিওয়ালি মানেই সলমন খানের একের পর এক হিট ছবি মুক্তি। যা চোখের পলকে ছাপিয়ে যেত ৩০০ কোটি। তবে গত চার বছরে পাল্টে গিয়েছে সেই সমীকরণ। কোনও বড়ড মুক্তি না থাকলেও সলমনের ছবি যে চলছে না, তা মালুম পেয়েছিল ভক্তরা। এবার তিন বছর পর ঈদে ফিরলেন ভাইজান। তবে প্রেক্ষাগৃহে তেমন প্রভাব পরতে দেখা গেল না। সলমন খানের ছবি সেভাবে জায়গা করতে পারল না যে দাপটের সঙ্গে শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান দর্শক মনে ঝড় তুলেছিল। ছবির অগ্রীম বুকিং দেখেই বোঝা গিয়েছিল যে ছবি খুব একটা ভাল ব্যবসা করবে না। ছবিতে ড্রামা আছে, অ্যাকশন আছে। তবে কেন এমনটা হচ্ছে সলমন খানের সঙ্গে?

সম্প্রতি তাঁর ভাগ্য গণনা করে সেলেব জ্যোতিষবিদ জানিয়ে দিলেন সলমন খানের সময়টা তেমন একটা ভাল যাচ্ছে না। কোইমই.কম কথা বলে নেয় জ্যোতিষবিদ জগন্নাথ গুরুজির সঙ্গে। তিনি জানান, সলমন খান সুপারস্টার। তাঁর বিপুল সংখ্যক ভক্ত। তবে বর্তমানে তাঁর পরিস্থিতি তাঁর পক্ষ্যে নেই। গ্রহনক্ষত্রের অবস্থানের জন্য সমস্যায় পড়তে হচ্ছে সলমন খানকে। বর্তমানে রাহু তাঁর তৃতীয় কক্ষে রয়েছে। তার ফলেই নেগেটিভ প্রভাব পড়ছে সলমন খানের কেরিয়ারে। সম্প্রতিতে তাঁকে মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হবে। যদিও এটা কিছুদিনের ব্যপার। শীঘ্রই কেটে যাবে সলমন খানের এই খারাপ সময়। এমনটাই জানান জ্যোতিষবিদ।

এর প্রভাবেই কী কোপ পড়ল সলমন খানের ছবি কিসি কি ভাই কিসি কি জান-এ? বক্স অফিসে প্রথম দিনে যায় আয় হল তা কোথায় গিয়ে যেন রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে ভক্তদের। একদিকে যেমন ছবির বক্স অফিসে ধাক্কা, তেমনই আবার হত্যার হুমকিও পেয়ে চলেছেন তিনি ক্রমাগত। একের পর এক বড় ধাক্কার মুখে সলমন খান। ভক্তরাও বেজায় উদ্বেগ। তবে শনি ও রবিবার বক্স অফিসে খানিকটা লক্ষ্মী লাভের আসায় ভক্তরা।