Alia-Ranbir Controversy: ‘গরুর মাংস খাওয়া ভাল’, ২০১১ সালে করা এই মন্তব্যের এখন মাশুল গুনলেন রণবীর কাপুর, দেখুন কী ঘটেছে?

Alia-Ranbir: গোমাতাকে নিয়ে এমন মন্তব্য! রণবীর-আলিয়াকে মহাকালের মন্দিরে ঢুকতে বাধা দিলেন বজরং দল।

Alia-Ranbir Controversy: 'গরুর মাংস খাওয়া ভাল', ২০১১ সালে করা এই মন্তব্যের এখন মাশুল গুনলেন রণবীর কাপুর, দেখুন কী ঘটেছে?
মহাকালের মন্দিরে ঢুকতে পারলেন না আলিয়া-রণবীর...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 4:16 PM

২০১১ সালে করা একটি মন্তব্য বিপদে ফেলে দিন রণবীর কাপুরকে। গরুর মাংস (পড়ুন বিফ) খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন রণবীর। মঙ্গলবার রাতে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন আলিয়া-রণবীর। কিন্তু সেখানে তাঁদের ঢুকতে বাধা দেয় বজরং দল। কারণ, রণবীর কাপুরের ১১ বছর আগে করা মন্তব্য। বেশ ঝামেলার সৃষ্টি হয় মন্দির সংলগ্ন এলাকায়। লাঠি চার্জ করে আন্দোলনকারীদের হটিয়েছে সেখানকার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাঠি চার্জে আহত হওয়ার পরও আন্দোলনকারীরা রণবীর-আলিয়াকে মন্দিরে ঢুকতে দিচ্ছিলেন না। তারকা দম্পতিকে  মন্দিরে ঢুকে আসতে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছিলেন বজরং দলের সদস্যরা। আন্দোলনের মুখে পড়ে মন্দির দর্শন করতে পারেননি রণবীর-আলিয়া। তাঁদের ফেরত আসতে হয় সেখান থেকে।

একটি ভিডিয়োতে এক বজরং দল আন্দোলনকারী দাবী করেছেন, তাঁরা শান্তভাবেই প্রতিবাদ জানাচ্ছিলেন, কালো পতাকাও দেখাচ্ছিলেন। কিন্তু পুলিশ এসে তাঁদের লাঠি দিয়ে মারতে শুরু করে। সেই আন্দোলনকারী বলেছেন, “রণবীর কিছুদিন বলেছিলেন তিনি মটন, চিকেন ও গরুর মাংস খেতে ভালবাসেন। তাই আমরা তাঁদের মহাকালের পবিত্র মন্দিরে ঢুকতে বাধা দিই। আমাদের গোমাতা সম্পর্কে এমন মন্তব্য শুনেই আমরা বাধা দিয়েছি। রণবীর বলেছিলেন গরুর মাংস খাওয়া ভাল। এই কথা শোনাও আমাদের কাছে পাপ।”

কেবল রণবীর-আলিয়া নন, মহাকালের মন্দির দর্শন করতে সেখানে গিয়েছিলেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। রণবীর-আলিয়াকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি ঠিকই, কিন্তু অয়ন দর্শক করে পুজো দিয়ে এসেছেন। এমন কথা জানিয়েছেন, মন্দিরের পুরোহিত আশিস পূজারি।

৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবিতে ‘শিবা’র চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। অস্ত্রভার্সের গল্প বলবে এই ছবি। তিনটে কিস্তিতে মুক্তি পাবে ছবি। রণবীর, আলিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনী রায়রা। ক্যামিও চরিত্রে রয়েছেন শাহরুখ খানও।