Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan Trolling: ‘আসল রূপ বেরিয়ে গিয়েছে…’ ভক্তকে ধাক্কা দিয়ে চরম নিন্দায় শাহরুখ

Viral Video: যে খানদের থেকে মুখ ফিরিয়েছিলেন ভক্তরা, সেই খানদের ছবি নিয়েই এখন উত্তেজনা বাড়তে থাকে। তবে এ কী, একটি ছবি হিট হতে না হতেই আবারও অহংকার গ্রাস করল শাহরুখ খানকে? প্রশ্ন ভক্তদের...

Shah Rukh Khan Trolling: 'আসল রূপ বেরিয়ে গিয়েছে...' ভক্তকে ধাক্কা দিয়ে চরম নিন্দায় শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2023 | 1:42 PM

পর পর ছবি ফ্লপ, একটা সময় অবসাদে ডুবে শাহরুখ খান স্থির করেছিলেন দীর্ঘ বিরতিতে থাকার। করেছিলেনও তাই। টানা তিন বছর একটি ছবিও করেননি তিনি। তারপরই কামব্যাক পালা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল পাঠাব ছবির প্রতিটা খবর। শাহরুখ খানের বক্স অফিস কালেকশন ইতিহাস গড়ে গোটা ভারতের বুকে। প্রথম কোনও হিন্দি ছবি ১২০০ কোটির দরজায় পৌঁছতে পেড়েছিল (বিশ্বের বক্স অফিস কালেকশন)। ছবি হিট হতেই কিং ভক্তদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যে খানদের থেকে মুখ ফিরিয়েছিলেন ভক্তরা, সেই খানদের ছবি নিয়েই উত্তেজনা বাড়তে থাকে। তবে এ কী, একটি ছবি হিট হতে না হতেই আবারও অহংকার গ্রাস করল শাহরুখ খানকে?

সদ্য সামনে আসা ভিডিয়ো দেখে এমনটাই মত নেটিজ়েনদের। চরম ট্রোলের শিকার হতে হল শাহরুখ খানকে। কাশ্মীরে শুট সেরে ফিরছিলেন শাহরুখ খান। বিমানবন্দরে কিংকে দেখে এক ভক্ত খুব শান্তভাবেই ফোন নিয়ে এগিয়ে আসেন শাহরুখের সঙ্গে ছবি কুলতে। তবে এ কী কাণ্ড, ছবি তোলার না থাকলে আসতে করে সরিয়ে দিতে পারতেন, বডিগার্ডরা ব্যবস্থা নিতেন। কিন্তু প্রকাশ্যেই শাহরুখ খান তাঁকে ঠেলে দিলেন। যা দেখে রীতিমত হকচকিয়ে যান সেই ব্যক্তিও।

কেবল সেই ভক্তই নন, এই ভিডিয়ো দেখা মাত্রই একই অনুভূতি সোশ্যাল মিডিয়ার। যে স্টারকে এত ভালবাসা দেওয়া হয়েছে, ভক্তদের জন্যই যে স্টার আজ এত চর্চিত, জনপ্রিয়, সম্মানীত, এ কেমন ব্যবহার। কমেন্ট বক্সে মুহূর্তে ট্রোলের বন্যা বয়ে গেল। ভক্তদের সঙ্গে নিত্য যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় উত্তর দেওয়া, সব শেষ, যেই একটি ছবি চলেছে, অহংকার বেড়ে গিয়েছে? এখানেই শেষ নয়, নেটদুনিয়ায় আরও মন্তব্য, কেন এঁদের এত গুরুত্ব দেওয়া হচ্ছে?

বর্তমানে শাহরুখ খানের এই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। শাহরুখ খানকে নিয়ে তাঁদের অভিমান উগরে দিলেন কমেন্টবক্সে। কিং-এর এ কেমন ব্যবহার?