SRK: দেশের মধ্যেই বিভেদ! কোন চার রাজ্য দূরে ঠেললো শাহরুখ খানকে?
SRK: আর মাত্র দু'দিন। এর পরেই দেশ দেখতে চলেছে বছর শেষের সবচেয়ে বড় 'ফাইট'। শাহরুখ খান বনাম প্রভাস, রাজ কুমার হিরানী বনাম প্রশান্ত নীল। একই দিনে মুক্তি পাচ্ছে 'ডানকি' ও 'সালার'।

আর মাত্র দু’দিন। এর পরেই দেশ দেখতে চলেছে বছর শেষের সবচেয়ে বড় ‘ফাইট’। শাহরুখ খান বনাম প্রভাস, রাজ কুমার হিরানী বনাম প্রশান্ত নীল। একই দিনে মুক্তি পাচ্ছে ‘ডানকি’ ও ‘সালার’। অগ্রীম বুকিং চলছে জোরকদমে। তবে এরই মধ্যে শাহরুখ খান ভক্তদের জন্য খারাপ খবর। দেশের রাজ্যে ব্রাত্যই হয়ে রইলেন কিং খান! দক্ষিণ ভারত অর্থাৎ তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, কেরালা কর্ণাটক শাহরুখ খানকে বলে বলে অগ্রীম গোল দিয়ে রাখলেন প্রভাস। কত টাকার টিকিট বিক্রি? তা দেখলেও চোখ কপালে উঠবে আপনার।
ফিল্ম ট্রেড বিশেষজ্ঞ, শ্রীধর পিল্লাই জানিয়েছেন, কেরালায় ইতিমধ্যেই ‘ডানকি’র থেকে বেশি স্ক্রিন দেওয়া হয়েছে ‘সালার’কে। কারণ দক্ষিণ ভারতীয় স্টার প্রভাসকে নিয়ে সে রাজ্যের উন্মাদনা শাহরুখের থেকে অনেকটাই বেশি। তবে শুধু কেরলেই নয়। গোটা দেশেই হল প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে শাহরুখের সিনেমাটি। এ ছাড়াও সমস্যা রয়েছে। শাহরুখের এই বছরের দু’টি হিট ‘জওয়ান’ বা ‘পাঠান’-এর মতো ‘ডানকি’ কিন্তু তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে না। আর সে কারণেই দক্ষিণী দর্শক টানতে প্রথম থেকেই অনেকাংশেই পিছিয়ে রয়েছেন তাঁরা। এ ছাড়াও ‘সালার’-এর পরিচালক প্রশান্ত নীল ‘কেজিএফ ২’-র ও পরিচালক ছিলেন। তিনি দক্ষিণী, নায়ক দক্ষিণী, কেজিএফও মূলত দক্ষিণী ছবি ও হিট ছবি। আর সে কারণেই দক্ষিণে শাহরুখ খান প্রতিযোগিতায় খানিক পিছিয়েই রয়েছেন।
হিসেব বলছে, এখনও পর্যন্ত ডানকির প্রায় চার লক্ষ টিকিট বিক্রি হয়েছে। সেখানে সালারের সংখ্যা ৭ লক্ষ ৭৩ হাজার ৪৩৯ টাকা। অগ্রীম টিকিট বুকিংয়ের নিরিখে এখনই সালার তুলে ফেলেছে প্রায় ১৭ কোটি টাকা। ওদিকে ডানকি এখনও পর্যন্ত আয় করেছে ১১ কোটির কাছাকাছি। ট্রেড বিশেষজ্ঞরা বলছেন। প্রথম দিনে ৩৫ কোটির মতো ব্যবসা করতে পারে ‘ডানকি’। সালারের ক্ষেত্রে সেই সংখ্যা ছাড়াতে পারে ৫০ কোটি। তবে অনেকেরই মতে একই দিনে হলিউডে মুক্তি পেয়েছিল ‘ওপেনহাইমার’ ও ‘বারবি’। দুটি ছবিই বক্সঅফিসে হিট হয়। তাই শাহরুখ ভক্তদের নিরাশ হওয়ার কিছু নেই। পরিচালক যখন রাজকুমার হিরানী তখন শেষ মুহূর্তে হতে পারে অনেক কিছুই– এমনটাই মনে করছেন তাঁরা।





