Shehnaaz Gill: ‘ভুলের জন্য অনুতপ্ত নই’, শেহনাজের গলায় অহংকারের সুর?
Viral News: ভাল কাজ পাওয়ার অপেক্ষাতেই মুখিয়ে রয়েছেন তিনি। সম্প্রতি ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাধিকা আপতে যে ধরনের চরিত্রে কাজ করেন, তেমন কোনও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবির কিসি কি ভাই কিসি কি জান। ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে। খুব কম পরিসরের জন্য পর্দায় থাকলেও মাঝে মধ্যেই ছোট ছোট সংলাপে দেখা যাচ্ছিল শেহনাজের উপস্থিতি। কেরিয়ারের বড় ব্রেক। তবে তাঁর ব্যবহারে বেজা রুষ্ঠ নেটপাড়ার একাংশ। শেহনাজের দিন দিন অহংকার নাকি বেড়েই চলেছে, তাঁর কথায়, ব্যবহারেই নাকি স্পষ্ট। যদিও শেহনাজ আর এই সকল বিষয় মাথা ঘামাতে নারাজ। ভাল কাজ পাওয়ার অপেক্ষাতেই মুখিয়ে রয়েছেন তিনি। সম্প্রতি ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাধিকা আপতে যে ধরনের চরিত্রে কাজ করেন, তেমন কোনও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
জীবনে ইতিমধ্যেই একাধিক ওঠাপড়ার সাক্ষী থেকেছেন তিনি। যদিও নিজের ভুল নিয়ে বিন্দুমাত্র আফসোস করেন না তিনি। বললেন, ”আমি জীবনে যাই করেছি, তার মধ্যে একাধিক ভুল রয়েছে। কখনই ভাববে না যে কেন ভুলগুলো করলাম, এগুলো শেখার একটা পদ্ধতি। আমি জীবন থেকে অনেক কিছু শিখতে পেড়েছি। ভাল কিছু করতে পেড়েছি। আমি আমার জীবনের দিকে তাকাই ও নিজেকে বলি, আমি এখনও জীবনে কিছুই করে উঠতে পারিনি। এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, একটা সময় বাড়ি থেকে পালিয়ে বেড়াতাম। একের পর এক ভুল করতাম। এখন মনে হয় ভাগ্যিস সেগুলো করেছিলাম।”
শেহনাজের এই ব্যবহারে স্পষ্টই দাবি নেটপাড়ার, দিন দিন বেড়ে যাচ্ছে তাঁর অহংকার। শেহনাজ গিল রাতারাতি সিনেপাড়ায় ভাইরাল। হচ্ছেন রীতিমত ট্রোলের শিকার। সলমনকে ধরে বলিউডে এন্ট্রি থেকে শুরু করে গডফাদারের হাতযশে অভিনেত্রী হওয়া। এমন নানা মন্তব্যে রীতিমত নাজেহাল শেহনাজ গিল। তবে এবার বাধ্য হয়েই মুখ খুললেন তিনি। বরাবরই স্পষ্ট জবাব দিতেই পছন্দ করেন শেহনাজ। এবারও তা ব্যতিক্রম হল না। সাফ জানালেন, সলমন খান তাঁকে একটি সুযোগ দিয়েছেন মাত্র। তার মানে এই নয় যে তাঁর কাছে ভরে ভরে ছবির প্রস্তাব আসতে শুরু করবে। তাঁর কেরিয়ার একেবারে সেট।