Abhishek Bachchan: ফোকলা দাঁতে অভিষেক, হাসছেন মা জয়া, এ কেমন ছবি!

আজ ৫ ফেব্রুয়ারি। আজ যেমন সরস্বতী পুজো, তেমনই জুনিয়র বচ্চনের জন্মদিন। ৪৬ বছর বয়সে পা দিলেন অভিষেক বচ্চন।

Abhishek Bachchan: ফোকলা দাঁতে অভিষেক, হাসছেন মা জয়া, এ কেমন ছবি!
অভিষেক বচ্চন ও জয়া বচ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 9:49 PM

ছোটবেলার ছবি অনেকে লুকিয়ে রাখেন। পাছে কেউ দেখে ফেলে। কিন্তু সেই সব ছবি ফাঁস করে দেয় ভাই-বোনেরাই। যেমন অভিষেক বচ্চন। তাঁর একটি ফোকলা দাঁতের ছবি ফাঁস করলেন দিদি শ্বেতা। মা জয়ার পাশে বসে আছেন অভিষেক। উপলক্ষ্য, অভিষেকের জন্মদিন। আজ ৫ ফেব্রুয়ারি। আজ যেমন সরস্বতী পুজো, তেমনই কিন্তু আজই জুনিয়র বচ্চনের জন্মদিন। ৪৬ বছর বয়সে পা দিলেন অভিনেতা।

View this post on Instagram

A post shared by S (@shwetabachchan)

সারাদিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন অভিষেক। কিন্তু আনন্দ-মজা থেকে বাদ যায়নি কিছুই। ‘ঘুমর’ নামের একটি ছবিতে কাজ করছেন অভিষেক। বাবা অমিতাভ বচ্চন ও ভাগ্নি নব্যা নভেলি নন্দার থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার পর বোন শ্বেতা তাঁকে উইশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিষেকের ফোকলা দাঁতের ছবির সঙ্গে লিখেছেন লম্বা একটি নোট। লিখেছেন, “ডার্লিং ভাই, আনন্দ তোমার সঙ্গী হোক। তোমার পিছু নিক খুশি। শুভ জন্মদিন।”

শ্বেতার কন্যা ও অভিষেকের ভাগ্নি নব্যা নভেলি নন্দা ছোটবেলার ছবি শেয়ার করেছেন। আর লিখেছেন, “শুভ জন্মদিন।” ছেলেকে অমিতাভ লিখেছেন, “জন্মদিনের অনেক বাধাই। ‘ঘুমর’-এর জন্যেও অনেক অনেক শুভেচ্ছা। এখন পতাকা পোঁতার সময় এসে গিয়েছে।”

অভিষেকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বব বিশ্বাস’। পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের প্রথম পরিচালিত ছবি সেটি। সুজয়ের ব্লকবাস্টার হিট ছবি ‘কাহানি’র একটি চরিত্র ‘বব বিশ্বাস’। ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারত সে। সেই চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। দিয়ার ছবিতে শাশ্বতর পরিবর্তে অভিষেকের কাস্ট হওয়ায় বিস্তর বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। ছবির প্রযোজনা করেছিল শাহরুখ খানের রেড চিলিজ়।

আরও পড়ুন: Vijay Raaz-Gangubai Kathiawadi: কেন বিজয় রাজ়? কেন একজন রূপান্তরকামীকে নেওয়া হল না ‘গাঙ্গবাঈ কাঠিয়ায়াড়ি’তে? জল্পনা তুঙ্গে 

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: আমার তো সারাক্ষণই ভ্যানিটি ভ্যানে সময় কেটে যায়: নওয়াজ

আরও পড়ুন: Alia Bhatt-Ranbir Kapoor: ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার দেখে রণবীর যা করলেন, সকলেই অবাক!