Vijay Raaz-Gangubai Kathiawadi: কেন বিজয় রাজ়? কেন একজন রূপান্তরকামীকে নেওয়া হল না ‘গাঙ্গবাঈ কাঠিয়ায়াড়ি’তে? জল্পনা তুঙ্গে 

অনুরাগীদের প্রশ্ন, "স্ট্রেট অভিনেতাদের এই ধরনের চরিত্রে কবে কাস্ট করা বন্ধ করবে বলিউড?

Vijay Raaz-Gangubai Kathiawadi: কেন বিজয় রাজ়? কেন একজন রূপান্তরকামীকে নেওয়া হল না 'গাঙ্গবাঈ কাঠিয়ায়াড়ি'তে? জল্পনা তুঙ্গে 
'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'তে বিজয় রাজ ও আলিয়া ভাট।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 9:11 PM

প্রকাশ্যে এসেছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার। সেই ট্রেলারে অভিনেতা বিজয় রাজকে দেখা যাচ্ছে এক রূপান্তরকামী নারীর চরিত্রে। সঞ্জয় লীলা ভনসালীর ছবিতে যতই জৌলুস থাকুক না কেন, তা কখনওই বিতর্ক মুক্ত হয় না। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র বিতর্ক কেন অভিনেতা বিজয় রাজকে জোর করে রূপান্তরকামী নারীর চরিত্রে কাস্ট করা হল? সেই জায়গায় কেন আসল রূপান্তরকামীকে নেওয়া হল না?

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে বিজয় রাজকে দেখা যাবে গাঙ্গুবাঈয়ের প্রতিদ্বন্দ্বী রাজ়িয়াবাঈয়ের চরিত্রে। ট্রেলার দেখেই বোঝা যায়, তাদের মধ্যে মারকাটারি লড়াই আছে। গাঙ্গুকে বার বার তাতাতে থাকেন রাজ়িয়া। তাকে কামাঠিপুরা থেকে চলে যেতে বলে।

ট্রেলারের ওইটুকু ঝলকেই স্পষ্ট বোঝা যায় রূপান্তরকামীর চরিত্রে পর্দায় আগুন ধরিয়ে দিতে চলেছেন বিজয়। আলিয়াও কম প্রশংসনীয় নন। অনেকে এখন থেকেই মনে করছেন, এখনও পর্যন্ত এটাই নাকি বিজয়ের সেরা পারফরম্যান্স হতে চলেছে। এক অনুরাগী বলেছেন, “ট্রেলার দেখার পর একটি বিষয় পরিষ্কার হয়েছে, বিজয় এই যুগের অন্যতম সেরা অভিনেতা। বিজয়ের এন্ট্রি গায়ে কাঁটা ধরিয়ে দিয়েছে।” অন্য এক অনুরাগী লিখেছেন, “প্রত্যেকের অভিনয় ভাল। কিন্তু বিজয়কে দেখে মনে হল তিনিই যেন সেরা। যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন, অনবদ্য না বলে পারছি না।”

বিজয়ের পারফরম্যান্সের ঝলক দেখে এক সিনেমাপ্রেমী বলেই ফেলেছেন, “এটি বিজয়ের মুহূর্ত। কী অসামান্য অভিনেতা। প্রত্যেকবার, যে চরিত্রেই থাকুন না কেন, সেরা পারফর্ম করেন। নিঃসন্দেহে।”

একদিকে যেমন বাহবার বন্যা। অন্যদিকে প্রশ্ন তুলেছেন বেশ কিছু দর্শক। কয়েকজন মনে করছেন, কেন রূপান্তরকামীদের চরিত্রে রূপান্তরকামীদের কাস্ট করা হয় না? টুইট করে একজন লিখেছেন, “স্ট্রেট অভিনেতাদের এই ধরনের চরিত্রে কবে কাস্ট করা বন্ধ করবে বলিউড? ট্রান্সসেক্সচুয়াল মানুষদের মধ্যে অনেকেই প্রতিভার অভিকারী। তাঁদের কেন কাস্ট করা হয় না?”

আরও পড়ুন: Nawazuddin Siddiqui: আমার তো সারাক্ষণই ভ্যানিটি ভ্যানে সময় কেটে যায়: নওয়াজ

আরও পড়ুন: Alia Bhatt-Ranbir Kapoor: ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার দেখে রণবীর যা করলেন, সকলেই অবাক!

আরও পড়ুন: Lata Mangeshkar: লতার শারীরিক অবস্থার অবনতি, উদ্বেগে চিকিৎসক ও প্রিয়জনরা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা