Preity Zinta: ‘পুরুষখেকো’! ঘর ভাঙার জন্য আজও প্রীতিকেই দায়ি করেন কোন নায়িকা?
Preity Zinta: ১৫ বছর কেটেছে। গুঞ্জন থিতিয়ে গেলেও, আজও প্রীতি জিন্টার প্রতি ক্ষোভ এতটুকুও ফিকে হয়নি বলিউডের একদা প্রথম সারির এক নায়িকা।
১৫ বছর কেটেছে। গুঞ্জন থিতিয়ে গেলেও, আজও প্রীতি জিন্টার প্রতি ক্ষোভ এতটুকুও ফিকে হয়নি বলিউডের একদা প্রথম সারির এক নায়িকা। অতীতে ঘর ভাঙার জন্য প্রীতিকে দায়ি করেছিলেন। এত বছর পর সাক্ষাৎকারে তাঁর সাফ বক্তব্য, “প্রীতির অস্তিত্বই নেই”। ঘটনাটি ২০০৫-২০০৬ নাগাদ। সে সময় প্রীতির কেরিয়ার তুঙ্গে। একের পর এক হিট তাঁর। অন্যদিকে শাহরুখ খানের প্রথম দিকের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি তখন শো-বিজকে বিদায় জানিয়ে পরিচালক স্বামী শেখর কাপুরের সঙ্গে সুখে সংসার করছেন। আচমকাই তাঁদের সুখের সংসারে ওঠে পরকীয়ার গুঞ্জন। শেখরের নাম জড়ায় প্রীতির সঙ্গে। প্রীতি ও সুচিত্রার ঝামেলার আসে প্রকাশ্যেও।
এক সাক্ষাৎকারে সুচিত্রাকে প্রীতি বলেন, “আমি এই মুহূর্তে এক নম্বর অভিনেত্রী আর ও হল গৃহবধু। সুচিত্রা, একদম আমাকে নিয়ে এসব বলো না। তুমি ডাক্তার দেখাও। তোমার মন ঠিক নেই।” এখানেই শেষ নয়, ২০০৭ সালে এক সাক্ষাৎকারে সুচিত্রা প্রীতিকে চ্যালেঞ্জ করেন যে অভিযোগ তিনি এনেছেন তা মিথ্যে প্রমাণ করে দেখানোর জন্য। যদিও প্রীতি তা করেননি। শেখর কাপুরের সঙ্গেও সুচিত্রার বিচ্ছেদ হয়ে যায়।
বিচ্ছেদের পর নিজের ব্লগে সুচিত্রা লেখেন, “আমাদের মধ্যে এক পুরুষখেকোর আগমন ঘটে”। কাকে উদ্দেশ্য করে এ কথা লেখেন সুচিত্রা, তা বুঝতে কারও অসুবিধে হয়নি। এত বছর সেই রাগ কি আজও পুষে রেখেছেন তিনি? সুচিত্রার উত্তর, “আমার ওকে ক্ষমা করার কিছু নেই। ও আমার জীবনের অংশই নয়। ওর কোনও অস্তিত্বই নেই আমার কাছে।” প্রসঙ্গত, প্রীতি নিজেও এখন দুই সন্তানের মা। ২০২১ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন তিনি।