Alia Bhatt: রাস্তায় পড়ে ওটা কী জিনিস? আলিয়া যা করলেন তা আপনাকে কাঁদাবে
Alia Bhatt: কোনও ইভেন্ট থেকে বের হচ্ছিলেন তিনি। হাজির ছিল পাপারাৎজিও। অভিনেত্রীর আগমনে পড়ে যায় হুড়োহুড়ি।
আলিয়া ভাট– তাঁকে নিয়ে সমালোচনার অন্ত নেই। স্টারকিড হওয়ার দৌলতে তাঁকে নিয়ে রটনাও অনেক। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন তিনি, তাঁর মাথায় রয়েছে করণ জোহরের হাতে– ইত্যাদি নানা গসিপে যখন জর্জরিত ‘রানি’র জীবন তখনই আলিয়া যা করলেন তা দেখে রীতিমতো চোখ ভিজবে আপনার। কে বলতে পারে, হয়তো আলিয়ার প্রতি পূর্বনির্ধারিত কিছু ধারণারও পরিবর্তন হতে পারে হঠাৎই। কী করেছেন আলিয়া?
কোনও ইভেন্ট থেকে বের হচ্ছিলেন তিনি। হাজির ছিল পাপারাৎজিও। অভিনেত্রীর আগমনে পড়ে যায় হুড়োহুড়ি। পা থেকে চটি খুলে যায় আগত এক ফটোগ্রাফারের। আলিয়ার ছবি তোলা কাজ তাঁর, তাই চটির চিন্তা না করেই অভিনেত্রীর দিকে ক্যামেরার লেন্স তাক করতেই ঘটে যায় সেই ঘটনা। রাস্তায় পড়ে থাকা চটিটি নজর এড়ায় না আলিয়ার। ‘কার চটি, কার চটি’ বলে হাঁকাহাঁকি শুরু করেন তিনি? রাস্তার মাঝখানে চটি পড়ে, চাইলেই তিনি পা দিয়ে তা একধারে সরিয়ে দিতে পারতেন। কিন্তু না, তা তিনি করেননি। বরং নিজের হাতে তুলে নেন ক্যামেরাম্যানের চটি। তা হাতে নিয়ে করতে থাকেন চটির মালিকের খোঁজ। খোঁজও মেলে, আর মেলামাত্রই তাঁকে চটি সযত্নে পৌঁছে দেন আলিয়া। তিনি স্টারকিড, তাঁর স্টারডমও আকাশছোঁয়া। তবে ‘রাহার মায়ের’ এই সৌজন্যবোধ নজর এড়ায়নি সাধারণের। তাঁদের মতে, “চোখ ভিজিয়ে দিলেন আলিয়া। সত্যি তো, দিনের শেষে তারকারাও যে রক্ত মাংসের মানুষ’।
View this post on Instagram