Neena Gupta: ‘বয়স্ক’ নীনার সঙ্গে রোম্যান্সে আগ্রহী অঙ্গদ! দু’জনের বয়সের ফারাক কত?
লাস্ট স্টোরিজ ২' দেখেছেন? এই মুহূর্তে চর্চায় এই অ্যান্থোলজি। ওই সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী নীনা গুপ্ত।
‘লাস্ট স্টোরিজ ২’ দেখেছেন? এই মুহূর্তে চর্চায় এই অ্যান্থোলজি। ওই সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী নীনা গুপ্ত। অঙ্গদ বেদীর অনস্ক্রিন প্রেমিকা (ম্রুণাল ঠাকুর)-এর ঠাকুমা হয়েছেন নীনা। এবার নীনার প্রশংসায় পঞ্চমুখ অঙ্গদ। স্পষ্টতই জানিয়ে দিলেন, সুযোগ পেলে নীনার সঙ্গেই রোম্যান্স করতে চান তিনি। এই মুহূর্তে নীনার বয়স ৬৪, অন্যদিকে সবে ৪০। বয়সের ফারাক প্রায় ২৪/২৫ হলেও আপত্তি নেই অঙ্গদের।
অঙ্গদের কথায়, “সবচেয়ে বিতর্কিত জিনিসটিকে সবচেয়ে সুন্দর ভাবে বলার ক্ষমতা ওর রয়েছে। বেশ মজাও লাগে। রাগ হয় না।” তিনি যোগ করেন, “নীনা গুপ্তার সঙ্গে রোম্যান্স করতে আমার বেশ ভালই লাগবে। একজন বয়স্ক মহিলার সঙ্গে এক যুবকের প্রেম— এরকম কোনও গল্পে যদি ওর বিপরীতে আমাকে ভাবা হয়, তবে মন্দ কী? ওঁর চোখ দু’টো বড়ই সুন্দর। ওঁর আচরণও বড় ভাল। অনস্ক্রিন তাঁকে দেখতেও বড় সুন্দর। উনি একজন আদর্শ হিরোইন। ওঁর সঙ্গে কাজ করতেও ভারি মজা।” ওই অ্যান্থোলজিতে নীনা চরিত্রটি ছকভাঙা। ম্রুণাল ও অঙ্গদের সম্বন্ধ করে বিয়ে, অথচ নীনা চান দু’জনের মধ্যে যেন বিয়ের আগেই যৌন সম্পর্ক গড়ে ওঠে। তাঁর যুক্তি, বিয়ের আগে দু’জন দু’জনকে শারীরিক ও মানসিক ভাবে চিনে নেওয়া দরকার। এক বয়োজ্যেষ্ঠের মুখে ‘সেক্স’ নিয়ে আলোচনায় বিব্রত হয় পরিবারের লোকও। কিন্তু নীনা তাঁর বক্তব্যে অনড়। সেক্স নিয়ে ছুৎমার্গ নেই তাঁর। তাই ছেলে ও ছেলের বৌয়ের যৌনতাবিহীন সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতেও পিছপা হননি। নীনার অভিনয় ওই সিরিজে বেশ ভাল লেগেছে সকলের।