Taapsee Pannu: একের পর এক থ্রিলার ছবি করতে ভয় করে না? কেন এই প্রশ্নের মুখোমুখি তাপসী

Bollywood Movie: সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় তাঁকে প্রশ্ন করা হয়। পরপর মুক্তি পাচ্ছে তাঁর থ্রিলার ছবি। এই ভয় কি কাজ করে তাপসীর মনে?

Taapsee Pannu: একের পর এক থ্রিলার ছবি করতে ভয় করে না? কেন এই প্রশ্নের মুখোমুখি তাপসী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 10:05 AM

বর্তমানে বলিউডের সেলিব্রিটিরা (Bollywood Actor) তাঁদের ছবি, ছবির বিষয় ও চরিত্র নিয়ে একাধিকবার প্রশ্নের মুখোমুখি হচ্ছে। কারণ একটাই, কোন সমীকরণে যে ছবি হিট হবে বা দর্শকেরা প্রেক্ষাগৃহে ফিরবে, তা অনুমান করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই কার গায়ে কোন তকমা লাগছে, কে কোন জ্যঁরের ছবি করছে সেই বিষয়েও চর্চা বর্তমানে তুঙ্গে। বিটাউনকে ছন্দে ফেরাতে প্রত্যেকেই আগের থেকে অনেক বেশি যত্নশীল ও পরিণত সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে বারবার মুখ খুলছেন। কোন অভিনেতা কোন ছবি কেন গ্রহণ করছেন তার পিছনে যুক্তিযুক্ত কারণ দেখে তবেই তাঁরা ফ্লোরে পা দিচ্ছে। বর্তমানে চিত্রনাট্য ভিত্তিক ছবি দর্শকের মনে বেশি জায়গা করে নিচ্ছে এমনটাই অনুমান অধিকাংশের।

তবে বুদ্ধিদীপ্ত ছবির পাশাপাশি কমার্শিয়াল ছবির যে কদর রয়েছে ভক্তমনে। যার প্রমাণ ভুলভুলাইয়া ২। তবে একই পেশে চরিত্র করতে করতে অভিনেতা-অভিনেত্রীদের গায়ে একটি নির্দিষ্ট ট্যাগ লেগে যাওয়ায় পরবর্তীতে তাদের অন্যান্য চরিত্রে দেখার সম্ভাবনা বা প্রবণতাটা বেশ কমে যায় বলেই এক শ্রেণীর মত। আর সেই জায়গা থেকে এবার প্রশ্ন উঠে এল তাপসী পান্নুর (Taapsee Pannu) কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় তাঁকে প্রশ্ন করা হয়। পরপর মুক্তি পাচ্ছে তাঁর থ্রিলার ছবি। যে ছবির ঘরানা খুব পরিচিত।

তাপসীর করা একাধিক ভাল ছবির মধ্যে থ্রিলারই যেন দশকের মনে বেশি জায়গা করে নিয়েছে। এর ফলে তিনি একপেশের অভিনেতা হয়ে যাচ্ছেন কিনা, তা নিয়ে কখনও ভেবে দেখেছেন কি অভিনেত্রী? ‌ প্রশ্নের উত্তরে তাপসী জানান, তিনি এই বিষয়ে বিন্দুমাত্র ভাবতে ইচ্ছুক নয়। ভাল ছবি দর্শকদের উপহার দেওয়া তাই তাঁর প্রধান লক্ষ্য। ভাল চিত্রনাট্য ভাল গল্প ভাল চরিত্র যদি তিনি পান, ছবি যে জ্যঁরের হোক না কেন, তিনি তা করবেন। তাই কি ধরনের ছবি করছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তিনি কতটা  দক্ষ চরিত্রে নিজেকে উপস্থাপনা করছেন। সেটাই তাপসীর লক্ষ্য।