দীর্ঘ প্রেমপর্বের পর এবার বিয়ের পিঁড়িতে তাপসী পান্নু?

ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই চুপচাপ তাপসী। যদিও ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মিষ্টি ছবি পোস্ট করতে দেখা যায় তাঁদের।

দীর্ঘ প্রেমপর্বের পর এবার বিয়ের পিঁড়িতে তাপসী পান্নু?
ম্যাথিয়াস ও তাপসী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2021 | 10:02 PM

প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বর্তমানে কোচ ম্যাথিয়াস বো’র সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছে অভিনেত্রী তাপসী পান্নু। এ বার তাঁদের বিয়ে নিয়ে জোর চর্চা ইণ্ডাস্ট্রির অন্দরে। তাপসীর বিয়ে নিয়ে তথ্য ফাঁস করেছেন বোন শগুন। কী জানিয়েছেন তিনি?

শগুন নিজেও ওয়েডিং প্ল্যানার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, দিদির বিয়ে নিয়ে তিনি প্ল্যানিং সেরে রেখেছেন কিনা। উত্তরে শগুন বলেন, “হ্যাঁ, এখনও পর্যন্ত অনেক জায়গাই দেখে রেখেছি। রেকি করা রয়েছে।” তিনি আরও যোগ করেন, “এখন এটাই ঠিক করতে হবে বিয়ে হবে না হবে না?” বাড়িতেও বাবা-মার চাপ রয়েছে। দুই বোনের যে কোনও একজন আপাতত বিয়ের জন্য রাজি হয়ে যাক, বাবা-মা এটি চাইছে বলে জানিয়েছেন শগুন।

View this post on Instagram

A post shared by Taapsee Pannu (@taapsee)

ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই চুপচাপ তাপসী। যদিও ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই মিষ্টি ছবি পোস্ট করতে দেখা যায় তাঁদের। সম্প্রতি তাপসীকে দেখা গিয়েছে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাসিনা দিলরুবা’তে। সমালোচক মহলে এই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। নাম দিয়েছেন, ‘ আউটসাইডার ফিল্মস।’ তাপসী নিজে আউটসাইডার অর্থাৎ স্টারকিড নন, নিজের যোগ্যতায় বলিপাড়ায় জায়গা করে নিয়েছেন তিনি। সে কারণেই সত্যিকারের ট্যালেন্ট যাঁদের রয়েছে তাঁরা যদি কাজ করতে চান তাঁদের পাশে দাঁড়াবে তাঁর প্রযোজনা সংস্থা, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে নেপোটিজম বিতর্ক সামলানোর দায়ভার তাঁর বা তাঁর সংস্থার নয়, সে কথা সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই সেই সংস্থার প্রথম ছবির কাজও শুরু করে দিয়েছেন তিনি। ছবির নাম ব্লার। মুখ্য চরিত্রে তাপসী পান্নু এবং গুলশান দেভিয়াহ। প্রযোজনার সংস্থার প্রথম ছবির প্রথম দিনের শুটিংয়ের নিজেদের ছবি শেয়ার করে নেন অভিনেতা-অভিনেত্রী। তাপসী পান্নু যেখানে অভিনয়ের ছবি পোস্ট করেন, সেখানে গুলশন, নিজের এবং তাপসীর সেলফি পোস্ট করে লেখেন, ’মিস্টার অ্যান্ড মিসেস ব্লার।’

আরও পড়ুন- ব্রিটিশ সম্রাটের জয়ধ্বনি নয়, যুগযুগান্তরের মানবভাগ্যরথ চালকের জয়গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ