Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Kashmir Files: ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড ভাঙল ‘দ্য কাশ্মীর ফাইলস’, মোট আয় কত হল জানেন?

The Kashmir Files: মাত্র ১৩ দিনের মাথায় ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়েছিল ছবিটি। তৃতীয় সপ্তাহে ওই ছবির আয় ২৩৮ কোটি ২৮ লক্ষ টাকা। শুধুমাত্র তৃতীয় সপ্তাহে ওই ছবিটি আয় করেছে ৩০ কোটি ৯৫ লক্ষ টাকা।

The Kashmir Files: 'থ্রি ইডিয়টস'-এর রেকর্ড ভাঙল 'দ্য কাশ্মীর ফাইলস', মোট আয় কত হল জানেন?
মোট আয় কত হল জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 1:27 PM

আরআরআর ঝড়ে বলিউড উত্তাল। ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তৃতীয় সপ্তাহেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর দৌড় কিন্তু কমেনি। রয়েছে বজায়। একই সঙ্গে এই ছবির তৃতীয় সপ্তাহের আয় ভেঙে দিয়েছে বলিউডের অন্যতম দুই হিট ছবি বজরঙ্গী ভাইজান ও থ্রি ইডিয়টসের রেকর্ডকেও।

মাত্র ১৩ দিনের মাথায় ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়েছিল ছবিটি। তৃতীয় সপ্তাহে ওই ছবির আয় ২৩৮ কোটি ২৮ লক্ষ টাকা। শুধুমাত্র তৃতীয় সপ্তাহে ওই ছবিটি আয় করেছে ৩০ কোটি ৯৫ লক্ষ টাকা। আরআরআরের ঝড়ে তা নিতান্ত কম নয়। থ্রি ইডিয়টস তৃতীয় সপ্তাহে আয় করেছিল ৩০ কোটি ১২ লক্ষ টাকা। অন্যদিকে বজরাঙ্গী ভাইজানের আয় ছিল ৩০ কোটি ৬ লক্ষ টাকা। অক্ষয় কুমারের সূর্যবংশীর আয় ১৮ কোটি ৬৮ লক্ষ টাকা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই সাফল্যে আপ্লুত।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) মুক্তির পর থেকে ১৯৯০ সালের নক্কারজনক ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দেশব্যাপি এই নিয়ে কথাবার্তা চলছে। কেউ দাবী করছেন কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) মর্মান্তিক পরিণতির দন্য দায়ী তৎকালীন ন্যাশানাল কনফারেন্স সরকার, কেউ কেউ আবার পাল্টা যুক্তি দিয়ে সেই দাবি খণ্ডন করছেন। অনেকেই আবার হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করতে শুরু করেছেন। ছবি শুধু ছবি নয়, অনেকেই বলছেন বেশ কিছু বছর আগে ঘটে যাওয়া কিছু জ্বলন্ত ঘটনাই যেন তথ্যচিত্র হয়ে ফুটে উঠেছে পর্দায়। ছবি শুধু ছবি নয়, যেন ইতিহাসের জ্যান্ত দলিল!

আরও পড়ুন- অজয়কে ছাড়তে হবে, হুমকি পেয়েছিলেন কাজল, পরকীয়া প্রসঙ্গে মুখ খুলে বিস্ফোরক অজয়