ফ্যানমেড পোস্টার শেয়ার করে ট্রোলের মুখে বরুণ, ডিলিট করলেন পোস্ট
কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। মানুষ হয়ে উঠেছে আরও মানবিক। কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডারের খোঁজ, কেউ ওষুধপত্তর তো কেউ হাসপাতালের বেডের সন্ধান দিয়ে পোস্ট করছেন তথ্য, সেখানে বরুণের ফ্যান পোস্টার শেয়ার করাকে বাঁকা চোখে দেখছে নেটিজেনদের একাংশ।
তাঁর অগুন্তি ফ্যান। তাঁদের মধ্যে একজন বানিয়েছেন এক গ্রাফিক পোস্টার। অভিনেতা বরুণ ধাওয়ান পোস্টও করেন সেই পোস্টার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং তারপর ট্রোলের বন্যা বয়ে যায় তাঁর সোশ্যাল ওয়ালে। তাঁর অভিনীত অনস্ক্রিন চরিত্রগুলোর কোলাজ করা পোস্টারের নিচে লেখা ছিল—‘প্লাসমা জান করুন। প্রাণ বাঁচান।’
কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। মানুষ হয়ে উঠেছে আরও মানবিক। কেউ দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডারের খোঁজ, কেউ ওষুধপত্তর তো কেউ হাসপাতালের বেডের সন্ধান দিয়ে পোস্ট করছেন তথ্য, সেখানে বরুণের ফ্যান পোস্টার শেয়ার করাকে বাঁকা চোখে দেখছে নেটিজেনদের একাংশ। ট্রোলিংয়ের কবলে পড়ে পোস্টটি ডিলিট করেন অভিনেতা। তাঁর পোস্টে একজন লেখেন, ‘ও বরুন। আমি আপনাকে বিচক্ষণ ভেবেছিলাম।’ সেই পোস্টটি রিটুইট করে বরুণ লেখেন, ‘ওয়েল, একজন এই গ্রাফিকটি তৈরি করেন এবং আমাকে অনুরোধ করেন, আমি তাঁকে খুশি করতে চেয়েছিলাম, আমার মনে হয় যে এই মাধ্যমে এই মুহুর্তে এটি করা (শেয়ার) উচিত নয়।’
আরও পড়ুন বোলপুরে কাবাড্ডি খেলছেন অর্জুন! ‘বলতে ইচ্ছে করলেও বলতে পারছি না’ আক্ষেপ অভিনেতার
Well it was to make someone happy who made the graphic and requested it but I guess this medium Shouldn’t be used for that right now. https://t.co/STQ4DIAcZU
— VarunDhawan (@Varun_dvn) April 21, 2021
প্যান্ডেমিকের এ হেন পরিস্থিতিতে বলিউডের বেশ কয়েকজন অভিনেতা দেশবিদেশে ছুটিতে বেড়িয়ে পড়েছেন এবং এ কারণে সমালোচিত হয়েছেন। যেখানে গোটা দেশ করনোর সঙ্গে এক যুদ্ধে নেমেছে, এ মত অবস্থায় দাঁড়িয়ে সেলিব্রিটিদের অসতর্ক মনোভাব নিয়ে উঠেছে প্রশ্ন।