Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia-Kangana: ‘…আমি মরে যাব’, আলিয়া-কঙ্গনা প্রসঙ্গ উঠতেই এ কী বললেন বিবেক?

Vivel Agnihotri: নিজেই জানিয়েছিলেন, যে তিনি আলিয়া ভাটের এক কথায় ভক্ত। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত ভাল অভিনেত্রী তাও একবার বলতে শোনা গিয়েছিল তাঁকে। তবে এই জুটিকে নিয়ে ছবি করার কথা তুলতেই তিনি একপ্রকার অবাক হয়ে গেলেন। সিদ্ধার্থকে বললেন, আমি যদি এমন কিছু ভাবতে শুরু করি তো আমি মরেই যাব।

Alia-Kangana: '...আমি মরে যাব', আলিয়া-কঙ্গনা প্রসঙ্গ উঠতেই এ কী বললেন বিবেক?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 4:15 PM

সদ্য মুক্তি পেয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য ভ্যাকসিন ওয়ার, সেই সুবাদেই ছবির প্রচারে একাধিক প্রসঙ্গে মুখ খুলতে দেখা যাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালকে। তবে এবার সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কী বললেন বিবেক? সিদ্ধার্থ কানন তাঁকে প্রশ্ন করেন, আলিয়া ভাট ও কঙ্গনা রানাওয়াতকে এক সঙ্গে নিয়ে ছবি করার কথা কোনওদিন ভেবে দেখেছেন? প্রশ্ন শোনা মাত্রই বিবেক স্পষ্ট জানিয়ে দিলেন, কেউ এমন কথা কীভাবে ভাবতে পারে? এমন ভাবনা মনে আসলে তিনি হয়তো মরেই যাবেন। যদিও কখনও না কখনও তিনি এই দুই অভিনেত্রীর নামেই প্রশংসা করেছিলেন।

নিজেই জানিয়েছিলেন, যে তিনি আলিয়া ভাটের এক কথায় ভক্ত। অন্যদিকে কঙ্গনা রানাওয়াত ভাল অভিনেত্রী তাও একবার বলতে শোনা গিয়েছিল তাঁকে। তবে এই জুটিকে নিয়ে ছবি করার কথা তুলতেই তিনি একপ্রকার অবাক হয়ে গেলেন। সিদ্ধার্থকে বললেন, আমি যদি এমন কিছু ভাবতে শুরু করি তো আমি মরেই যাব। এভাবে কে ভাবে? কার ভাবনা এমন? আলিয়া ভাট জাতীয় পুরস্কার পেয়েছিল, আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমি নিজে জাতীয় পুরস্কার পেয়েছি, কঙ্গনা রানাওয়াত যখন জাতীয় পুরস্কার পেয়েছিল, তখন ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম।

অতীতে একাধিকবার কঙ্গনা ও আলিয়াকে নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। বিবেক বলেছিলেন, কঙ্গনার সঙ্গে যতবার দেখা হয়, ততবার কঙ্গনা আমায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। অন্যদিকে আলিয়া ভাটও যতবার দেখা হয়েছে ততবারই একইভাবে অভ্যর্থনা জানিয়েছে। তারমানে এটা নয় যে আমার কারও প্রতি কোনও অনুভূতি নেই। বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য ভ্যাকসিন ওয়ার সদ্য মুক্তি পেয়েছে। তা নিয়েই এখন চর্চা বিভিন্ন মহলে।