Ranbir Kapoor: রণবীর ক্লাস টেনে পেয়েছিলেন ৫৬% নম্বর, বাবা ও ঠাকুরদার লেখাপড়া নিয়ে কী বলেছেন অভিনেতা?
Shamshera: এই মুহূর্তে 'শমশেরা' ছবির প্রচারে ভীষণই ব্যস্ত রণবীর কাপুর। ছবিতে রয়েছেন বাণি কাপুরও।
বাবা হতে চলেছেন রণবীর সিং। দারুণ উচ্ছ্বসিত অভিনেতা। গর্ভধারণের ঘোষণা তাঁর স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট করেছেন সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রামে। একদিকে প্রথম সন্তানের অপেক্ষায় আলিয়া-রণবীর, অন্যদিকে নিজের আসন্ন ‘শমশেরা’ ছবির প্রচারে এখন ভীষণই ব্যস্ত অভিনেতা। সে রকমই একটি প্রচারে এসে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেছেন রণবীর। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৫৬% নম্বর পেয়েছিলেন তিনি। জানিয়েছেন, তাঁর বাবা ও ঠাকুরদা কোন শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।
একটি সাক্ষাৎকারের রণবীর জানিয়েছেন, তিনি ৫৬% নম্বর পেয়েছিলেন ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায়। তাঁর বাবা অভিনেতা ঋষি কাপুর ক্লাস ৮ পর্যন্ত লেখাপড়া করেছেন। ঠাকুরদাদা পড়েছেন ক্লাস ৬ পর্যন্ত। এও জানিয়েছেন, রণবীর যখন ক্লাস টেনের পরীক্ষায় পাশ করেছিলেন বাড়িতে উৎসব হয়েছিল। বিশাল বড় জলসা হয়েছিল সে সময়। ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন সেই পার্টিতে।
এই কথা আগেও রণবীর শেয়ার করেছিলেন কপিল শর্মার শোয়ে এসে। সেই শোয়ে তিনি এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে। ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর প্রচার। রণবীরের ক্লাস টেন পাশ করার সময় যে পার্টি হয়েছিল তাতে ঐশ্বর্যকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’তে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সেই ছবিতেই শেষ দেখা যায় অভিনেতাকে। ৪ বছর পর আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে রণবীরের। মাঝে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংও করেছেন রণবীর। যে ছবির শুটিং করতে গিয়ে ভালবাসার বন্ধনে জড়িয়ে পড়েন আলিয়া ভাটের সঙ্গে। ৫ বছর পর তাঁদের বিয়ে হয় ২০২২ সালের ১৪ এপ্রিল। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরে।