KL Rahul-Athiya Shetty: নিজের বিয়েতে নিজেই আমন্ত্রণ চাইছেন আথিয়া শেট্টি, তা দেখে অবাক নেটিজ়েনকুল

Bollywood Marriages: আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি মুখ খুলেছেন মেয়ের বিয়ে সম্পর্কে। তিনি বলেছেন...

KL Rahul-Athiya Shetty: নিজের বিয়েতে নিজেই আমন্ত্রণ চাইছেন আথিয়া শেট্টি, তা দেখে অবাক নেটিজ়েনকুল
একসঙ্গে কে এল রাহুল ও আথিয়া শেট্টি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 1:57 PM

তরুণ প্রজন্মের ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে বলিউড অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টির সম্পর্ক আজকের নয়। বেশ কয়েকবছর ডেট করছেন তাঁরা। জনসমক্ষেও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন রাহুল ও আথিয়া। সম্প্রতি শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন তাঁরা। তিন মাস পরই নাকি তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এর আগে শোনা যাচ্ছিল, আসন্ন শীতেই নাকি বিয়েটা হবে। কিন্তু আথিয়ার সাম্প্রতিক পোস্ট বলছে অন্য কথা। আথিয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের গুঞ্জনকে ফুৎকারে উড়িয়েছেন অভিনেত্রী।

আথিয়া সেই পোস্টে লিখেছেন, “আমি আশা করব, এই বিয়েতে যেন আমাকে আমন্ত্রণ জানানো হয়। যে বিয়ে ৩ মাস পর হবে বলে শোনা যাচ্ছে।”

কেবল আথিয়া নন, বিয়ের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন সুনীল শেট্টিও। বলেছেন, “আমার মেয়ের বিয়ের এখনও কিছুই ঠিক হয়নি।” ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সম্পর্কে মেয়ে। তা নিয়ে আগেই সুনীল তাঁদের প্রাণভরে আশীর্বাদ করেছেন। বিয়ে বিষয়ে বলেছিলেন, “আথিয়া কন্যা সন্তান। ওরও একদিন না-একদিন বিয়ে হবেই। আমি চাই আমার ছেলেও বিয়ে করুক। যত তাড়াতাড়ি বিয়ে হয়, ততই ভাল। বাবা হিসেবে এটাই আমি বলতে পারি। কিন্তু ওরা বিয়ে করবে কি না, সেটা এক্কেবারেই ওদের ব্যক্তিগত বিষয়। কে এল রাহুলকে আমার ভাল লাগে। ও খুব ভাল ছেলে। কিন্তু বিয়ের বিষয়টা নিয়ে আমি কিছুই বলতে চাই না। ওরা নিজেরা যে সিদ্ধান্তই নিক না কেন, আমি সমর্থনই করব। সময় অনেক পাল্টেছে। বিয়ে নিয়ে ওরাই সিদ্ধান্ত নিক, সেটাই আমি চাই।”