Kajol: কাজলের জীবনে বলা সবচেয়ে ছোট শব্দ কী?

বরাবরই খুব দ্রুত গতিতে কথা বলেন কাজল। অভিনয়েও ধরা পড়েছে সেই গতি। যে কারণে তাঁর সারল্যের প্রেমে বার বার পড়েছেন ৮ থেকে ৮০।

Kajol: কাজলের জীবনে বলা সবচেয়ে ছোট শব্দ কী?
কাজল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 5:51 PM

৯০ দশকের শেষে বেড়ে ওঠা বহু ছেলেমেয়ের প্রিয় অভিনেত্রী তিনি। জোড়া ভ্রু। শ্যামলা গায়ের রং। ঠিক যেন পাশের বাড়ির দিদি, যাঁর কাছে অনেক আবদার করা যায়। অনেক বাচ্চাই তাঁর মতো চুলের স্টাইল করতে শুরু করে দিয়েছিল এক সময়ে। বন্ধুদের মধ্যে মারপিটও লেগে যেত তাই নিয়ে। তাদের মধ্যে কে বেশি কাজলের মতো দেখতে! এমনই ছিল কাজলের ফ্যান-ফলোয়িং! তিনি ছিলেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ফেভারিট স্টার। আজও যেন সেই জনপ্রিয়তায় কোনও কমতি নেই। কাজল আছেন কাজলেই।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেছেন একটি সুন্দর ছবি। নীল শাড়িতে অসামান্য লাগছে ‘অঞ্জলি’কে। তবে নজর কেড়েছে কাজলের ক্যাপশন। তিনি বলেছেন, “আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতে না পারো, তা হলে দয়া করে চলে যাও। আমি অনুচ্ছেদে কথা বলি। আমি পাতার পর পাতা কথা বলি। আর যে কথা আমি একটা শব্দে বলি, তা হল ‘না’।”

View this post on Instagram

A post shared by Kajol Devgan (@kajol)

বরাবরই খুব দ্রুত গতিতে কথা বলেন কাজল। অভিনয়েও ধরা পড়েছে সেই গতি। যে কারণে তাঁর সারল্যের প্রেমে বার বার পড়েছেন ৮ থেকে ৮০। বিশেষজ্ঞরাই বলেন, মন পরিষ্কার মানুষরা রাখঢাক করে কথা বলতেই পারেন না। তাঁদের কথাতেই ধরে পড়ে গতিময়তা। তেমনটাই বার বার লক্ষ্য করা গিয়েছে কাজলের কথা বলার ধরেন। অনেকে তাঁকে কটাক্ষও করেছেন। তাঁদের জন্যই কাজলের এই পোস্ট।

একজন পোস্টের তলায় কমেন্টে লিখেছেন, “আলোর গতিতে কথা বলেন আপনি।” অন্যজন বলেছেন, “আমরা আপনাকে ভালবাসি।”

আরও পড়ুন: Bollywood Drug Case: ‘গোপনে নিয়ে নেব…’, মাদক নিয়ে অনন্যার সঙ্গে আরিয়ানের বিস্ফোরক চ্যাট ফাঁস!