Bollywood Inside: পরিণীতি চোপড়ার ভূমিকায় দীপিকা? এ কী বললেন অভিনেত্রী
Bollywood Gossip: দুই বন্ধু একে অন্যের বিষয় এদিন নানা মন্তব্য করেন, বন্ধুত্বের গল্পও বলেন। তবে শোয়ের সঞ্চালক রীতেশ দেশমুখ প্রশ্ন করে বসেন, কীভাবে তাঁরা দুই ভিন্ন কেরিয়ার জগতের মানুষ হয়ে এত ভাল বন্ধু হলেন?
সানিয়া মির্জা ও পরিণীতি চোপড়া, গত কয়েক বছর ধরে তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু। তাঁর নিজেরে সমস্ত গোপন কথা একে অন্যের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে কীভাবে শুরু এই বন্ধুত্ব? এই প্রসঙ্গে আসার আগে, আসা যাক দীপিকা পাড়ুকোন প্রসঙ্গে। দীপিকা পাড়ুকোন পরিনীতি চোপড়ার ভূমিকাতে অভিনয় করতে পারেন বলেই একবার নিজেই দাবি করেন বলিউডের পরি। এক সাক্ষাৎকারে পরিণীতি ও সানিয়া মির্জাকে একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়। দুই বন্ধু একে অন্যের বিষয় এদিন নানা মন্তব্য করেন, বন্ধুত্বের গল্পও বলেন। তবে শোয়ের সঞ্চালক রীতেশ দেশমুখ প্রশ্ন করে বসেন, কীভাবে তাঁরা দুই ভিন্ন কেরিয়ার জগতের মানুষ হয়ে এত ভাল বন্ধু হলেন?
সানিয়া জানান, তিনি একবার তাঁর বায়োপিক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন তিনি চান যেন পরিণীতি চোপড়া তাঁর ভূমিকাতে পর্দায় অভিনয় করেন। না, কেবল পরিণীতি চোপড়াই নন, তিনি বিকল্প হিসেবে রেখেছিলেন দীপিকা পাড়ুকোনকে। তবে হাসতে হাসতে এদিন তিনি জানিয়েছিলেন, দীপিকাকে নিয়ে তিনি বিশেষ আশাবাদী নন, কারণ একটাই, দীপিকার প্রচুর চাহিদা। তাঁর সময়ের অভাব। পরিণীতি সেই ক্ষেত্রে পারফেক্ট।
সবটা শুনে রীতিমত অবাক হয়ে যান পরিণীতি। যদিও বন্ধুদের মধ্যে তো এমন আড্ডা চলতেই পারে। এরপর আবারও এক প্রশ্ন করে বসেন রীতেশ দেশমুখ। তাহলে ছবিতে পরিণীতির ভূমিকায় কে অভিনয় করবেন? বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া না করে পরিণীতি চোপড়া স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর ভূমিকাতে তাহলে দীপিকা পাড়ুকোন অভিনয় করে দেবেন। শুনে সেটে থাকা সকলেই হেসে ফেলেছিলেন। প্রসঙ্গত পরিণীতি চোপড়া এখন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেজায় ব্যস্ত। সামনেই বিয়ে। ইতিমধ্যেই রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে তিনি বাগদান পর্ব সেরেছেন। এখন সকলেই দিন গুনছেন কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।