Hrithik Saba: এই বছরের শেষেই বিয়ে করছেন হৃত্বিক-সাবা, উপস্থিত থাকবেন প্রাক্তনী সুজ়ানও

Bollywood Marriage: প্রেমিকা সাবা আজ়াদের সঙ্গে সম্পর্ক অনেকটাই গভীর হয়েছে হৃত্বিকের। তাঁরা বিয়েও করতে চলেছেন। তাঁদের এই সিদ্ধান্তে দারুণ খুশি পরিবারও।

Hrithik Saba: এই বছরের শেষেই বিয়ে করছেন হৃত্বিক-সাবা, উপস্থিত থাকবেন প্রাক্তনী সুজ়ানও
কিছু দিন আগেই সামনে এসেছে হৃতিক রোশনের বিয়ের খবর। শোনা যাচ্ছে এই নভেম্বরেই নাকি প্রেমিকা সাবা আজাদের সঙ্গে বিয়ে হবে তাঁর। হৃতিককে নিয়ে জোর আলোচনার মধ্যেই জানিয়ে দেওয়া যাক এক খবর। তিনি আধা-বাঙালি, এ খবর অনেকেই জানেন না। বাংলার সঙ্গে রয়েছে তাঁর নিবিড় যোগ। হৃতিকের কোন নিকটাত্মীয় বাঙালি?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 9:42 AM

৪৯ বছর বয়সে পা দিলেন বলিউড গ্রিক গড হৃত্বিক রোশন। এই মুহূর্তে তিনি রয়েছেন জীবনের সেরা সময়ে। পেশাগত দিক থেকে কাজের মধ্যে রয়েছেন ব্যস্ত। ‘ফাইটার’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাস খানেক আগে মুক্তি পায় তাঁর ‘বিক্রম বেদা’ ছবিটিও। ব্যক্তিগত দিক থেকেও সময়টা ভালই হৃত্বিকের। প্রেমিকা সাবা আজ়াদের সঙ্গে সম্পর্ক অনেকটাই গভীর হয়েছে। তাঁরা নাকি বিয়েও করতে চলেছেন। তাঁদের এই সিদ্ধান্তে নাকি দারুণ খুশি পরিবারও।

আগেও বিয়ে হয়েছে হৃত্বিকের। তাঁর ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল সুজ়ান খানের সঙ্গে। তাঁদের দুই সন্তান রেহান এবং হৃদান অনেকটাই বড় হয়েছে এখন। শোনা যায়, বাবার প্রেমিকা সাবার সঙ্গেও তাদের সম্পর্ক খুব ভাল। সাবাকে তারা সাদরেই গ্রহণ করে নিয়েছে। তাদের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক।

হৃত্বিক এবং সাবার বিয়ে নিয়ে কৌতূহল ছিল অনেকের মনেই। শোনা যাচ্ছে, ২০২৩ সালের শেষেই সাবাকে নিজের ঘরণী করে তুলবেন হৃত্বিক। এই মুহূর্তে তাঁদের পরিকল্পনা নেই। কারণ, তাঁরা দু’জনেই পেশাগত কারণে ব্যস্ততার মধ্যে আছেন। এও শোনা যাচ্ছে, সাবা এবং হৃত্বিক কাজ গুছিয়ে নিয়ে বিয়ে সারবেন। সেই বিয়ে নাকি বিরাট বৈভবপূর্ণ হবে না। কিছু বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হবে অনুষ্ঠান। সেই বিয়েতে নাকি উপস্থিত থাকবেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান খানও।