Jawan 2: ‘হচ্ছে না জওয়ান ২?’ জন্মদিনে এ কী বললেন শাহরুখ খান…

Shah Rukh Khan: জন্মদিনের দিন এ কী বললেন শাহরুখ খান। ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন কিং খান। সকলের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টাও করছিলেন তিনি। তারই মাঝে হঠাৎ তিনি বলে বসলেন, 'জওয়ান ২' হচ্ছে না? জওয়ান ছবির শেষ অংশে স্পষ্ট ছিল ইঙ্গিত। তবে এবার ঠিক কী বললেন কিং খান?

Jawan 2: 'হচ্ছে না জওয়ান ২?' জন্মদিনে এ কী বললেন শাহরুখ খান...
শাহরুখ খানের এই মন্তব্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় রাতারাতি। যা নিয়ে একচা সময়ের পর ব্যপকহারে জলঘোলা হয়েছিল।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 3:26 PM

এক অভিনেতা, যিনি প্রথম থেকেই চেয়েছিলেন অ্যাকশন হিরো হতে, তিনি ভাগ্যের জোরে হয়ে গেলেন রোম্যান্টিক স্টার। যিনি সলমন খান, আমির খানদের দেখে ময়দান ছেড়ে দাঁড়াতে চেয়েছিলেন, তিনি আজ বলিউডের বাদশা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে নিতে হয়, নয়তো কোথাও হিয়ে জিরো থেকে জিরোতে পরিনত হতে হয়, তার প্রমাণ অমিতাভ বচ্চন দিয়েছেন, একটা সময় অক্ষয় কুমার দিয়েছেন, এবার শাহরুখ খানও দিলেন। শাহরুখ খান চার বছর পর যখন পর্দায় ফিরলেন, তখন তিনি নিজের স্বপ্নের পাখায় ভর করে সকলকে তাক লাগালেন। বক্স অফিস উপচে পড়ল লক্ষ্মী লাভে। সেই কিং খান এবার ভোল বদলে জন্মদিনে হাজির ডানকি লুকে। রাজকুমার হিরানির ফ্রেমে এবার অন্যস্বাদের পাঠান। তবে জন্মদিনের দিন এ কী বললেন শাহরুখ খান। ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন কিং খান। সকলের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টাও করছিলেন তিনি। তারই মাঝে হঠাৎ তিনি বলে বসলেন, ‘জওয়ান ২’ হচ্ছে না? জওয়ান ছবির শেষ অংশে স্পষ্ট ছিল ইঙ্গিত। তবে এবার ঠিক কী বললেন কিং খান? শাহরুখের কথায়, জওয়ান ২ তৈরি করা ভীষণ সহজ। আমি এখনই আটলিকে ফোন করব, আমরা তৈরি করে ফেলব। এটাকে যেন কী বলে, ফ্রানচাইজি, কিন্তু আমি সেটা করতে চাই না। আমি নতুন ধারার ছবি তৈরি করতে চাই। আপনাদের জন্য নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। ডানকি তেমনই এক চরিত্রের গল্প বলবে। আপনাদের বিনোদন দেবে। সত্যি বলতে কি আমি মনে করি এটা ডওয়ান ও পাঠান-এর থেকেও বেশি আপনাদের আনন্দ দেবে।

ফলে শাহরুখ খান যে জওয়ান ২ করবেন না এমনটা নয়। তিনি স্পষ্ট তেমনই ইঙ্গিত দিলেও তাঁর কথায়, তিনি নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চান। একপেশে জওয়ান কিংবা পাঠাব তৈরি করতে চান না। ফলে এখনও হতাশ হওয়ার তেমন কোনও কারণ নেই কিং ভক্তদের।