অক্ষয়-আদিত্য বৈঠক, কী নিয়ে হল আলোচনা?
মুম্বইয়ের পাঁচতারা হোটেলের আলাপচারিতার ছবি পোস্ট করলেন মুখ্যমন্ত্রী Yogi adityanath
Tv9 বাংলা ডিজিটাল: মঙ্গলবার রাতে দেখা হল দু’জনের। চলল আলোচনা। ব্ল্যাক শার্ট ব্রাউন ট্রাউজারে Akshay Kumar আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরেছিলেন সেই কমলা রঙের ধুতি-পাঞ্জাবি। মুম্বইয়ের পাঁচতারা হোটেলের আলাপচারিতার ছবি পোস্ট করলেন মুখ্যমন্ত্রী Yogi adityanath। টুইটে লিখলেন, ‘আজ মুম্বইয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের সাথে দেখা হল। আমাদের মধ্যে চলচ্চিত্র জগতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাঁর (অক্ষয়ের) তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা, নিষ্ঠা,এবং গঠনমূলক চিন্তাধারা নবপ্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
आज मुंबई में भारतीय फिल्म जगत के लोकप्रिय अभिनेता श्री @akshaykumar जी से शिष्टाचार भेंट हुई।
चलचित्र जगत के विभिन्न पहलुओं के संबंध में उनसे सार्थक विमर्श हुआ।
अपने कार्य के प्रति उनकी समझ, लगन और रचनाधर्मिता युवाओं के लिए प्रेरणास्पद है। pic.twitter.com/O9kBEGy9mh
— Yogi Adityanath (@myogiadityanath) December 1, 2020
তবে সত্যিই কি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল দুই টপ সেলেব্রিটির মধ্যে? সূত্র মারফত যা খবর, কথোপকথনের মূল বিষয় ছিল অক্ষয় তাঁর আসন্ন ছবি ‘রাম সেতু’।
View this post on Instagram
অভিষেক শর্মা পরিচালিত গল্পের কেন্দ্রবিন্দু ‘রামসেতু’ ব্রিজ। আবার এও শোনা যাচ্ছে আগামী দিনে মুখ্যমন্ত্রীর ভাবনা, যে তিনি উত্তর প্রদেশে, ফিল্ম সিটির নির্মাণ করবেন। সে নিয়েও আলোচনা চলতে পারে। মুখ্যমন্ত্রী টুইটে অক্ষয়ের সঙ্গে ছবি পোস্ট করলেও অক্ষয় কিন্তু নিজের সোশ্যাল হ্যান্ডেলে কোনও ছবি পোস্ট করেননি।
Maharashtra: Actor Akshay Kumar called on Uttar Pradesh CM Yogi Adityanath at Mumbai’s Trident hotel where the latter is staying.
UP Chief Minister will launch Rs 200 crores Lucknow Municipal bond at Bombay Stock Exchange tomorrow. pic.twitter.com/BZVfiMd0Bk
— ANI (@ANI) December 1, 2020
প্রসঙ্গত, আগামীকাল বম্বে স্টক এক্সচেঞ্জে মুখ্যমন্ত্রী লখনউ মিউনিসিপ্যাল বন্ডে ২০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছেন।