প্রায় তিন মাস পর মাদক কাণ্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক

মাদক কাণ্ডে দিদি রিয়া চক্রবর্তী (Rhea chakraborty) জামিনে ছাড়া পেয়েছিলেন ২৮ দিন পর। ভাই ছাড়া পেলেন প্রায় তিন মাস পর।

প্রায় তিন মাস পর মাদক কাণ্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক
ভাইয়ের সঙ্গে রিয়া।
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 6:39 PM

TV9 বাংলা ডিজিটাল : মাদক কাণ্ডে দিদি রিয়া চক্রবর্তী (Rhea chakraborty) জামিনে ছাড়া পেয়েছিলেন ২৮ দিন পর। ভাই ছাড়া পেলেন প্রায় তিন মাস পর। বুধবার দুপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালত (এনডিপিএস) শৌভিক চক্রবর্তীর জামিন মঞ্জুর করে। (NCB)

গত ৪ সেপ্টেম্বর মাদক যোগে শৌভিককে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই একই দিনে একই অভিযোগে গ্রেফতার করা হয় সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও। গত ৭ অক্টোবর মিরান্ডা জামিন পেলেও শৌভিক পাননি। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি প্রধান অভিযোগ ছিল, শুধু মাদক সেবনই নন, তিনি পাচারেও যুক্ত। গত ৭ সেপ্টেম্বর মাদক কাণ্ডে এনসিবি গ্রেফতার করেছিল রিয়াকে। প্রায় এক মাস পর ১ লাখ টাকার বন্ডে ছাড়া পান তিনি। সে সময় শৌভিক বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। এর পর নভেম্বরের শুরুতে আবারও জামিনের আবেদন জানালে অবশেষে তা মঞ্জুর করে এনডিপিএস।

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। শুরুতে মুম্বই পুলিশের উপর তদন্তভার দেওয়া হলেও মাস খানেক পর সুশান্তের পরিবারের তরফে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআরের দায়ের করা হয়। তদন্তে শরিক হন বিহার পুলিশও। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে ওঠে। সিবিআইয়ের তদন্ত চলাকালীন রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদকের প্রসঙ্গ পাওয়া গেলে তদন্তে অংশ নেন এনসিবিও। এনসিবি-র তদন্তে উঠে আসে, মাদক পাচারকারী আব্দুল বসিত পরিহারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শৌভিকের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আরও দাবি করেন, রিয়া বড় একটি মাদক চক্রের সক্রিয় সদস্য। যদিও রিয়া এনসিবি’র সামনে বলেন, ‘‘আমি যা করেছি, তা সবই সুশান্তের জন্য।’’

মাদক যোগে এনসিবি’র তদন্ত যদিও এখনও অব্যাহত। দিন কয়েক আগেই মাদক কান্ডে এনসিবি গ্রেফতার করেছিল কৌতুক অভিনেতা ভারতী এবং তাঁর স্বামী হর্ষকে।