আবারও বলিউডে বাংলার দর্শনা, ছবির নাম ‘বুন্দি রায়তা’
২০২১-যেন পসরা সাজিয়ে নিয়ে এসেছে অভিনেতা দর্শনা বণিকের কাছে। কিছু দিন আগেই শাকিব খানের সঙ্গে সিনেমা শেষ করে তিনি ফিরেছেন দেশে। এ বার তাঁর ‘টিকিট টু বলিউড’। ছবির নাম বুন্দি রায়তা। ছবিতে দর্শনা ছাড়াও থাকছেন রাজেশ শর্মা, নীরজ সুদ, নরেশ বহেরা সহ অনেকেই। দর্শনা টিভিনাইন বাংলাকে জানালেন, তাঁর চরিত্রের নাম ববি। পঞ্জাবী মেয়ের চরিত্রে অভিনয় […]
২০২১-যেন পসরা সাজিয়ে নিয়ে এসেছে অভিনেতা দর্শনা বণিকের কাছে। কিছু দিন আগেই শাকিব খানের সঙ্গে সিনেমা শেষ করে তিনি ফিরেছেন দেশে। এ বার তাঁর ‘টিকিট টু বলিউড’। ছবির নাম বুন্দি রায়তা। ছবিতে দর্শনা ছাড়াও থাকছেন রাজেশ শর্মা, নীরজ সুদ, নরেশ বহেরা সহ অনেকেই।
দর্শনা টিভিনাইন বাংলাকে জানালেন, তাঁর চরিত্রের নাম ববি। পঞ্জাবী মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে কমিক উপাদান রয়েছে। খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং।