অঙ্গদানের অঙ্গীকার অমিতাভ বচ্চন, রণবীর কাপুুর এবং ‘ব্রহ্মাস্ত্র’ টিমের
মুম্বইয়ে একটি অঙ্গদানের অনুষ্ঠানে এসে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর কিডনি-দানের অঙ্গীকার করলেন।
১১ মার্চ। ওয়ার্ল্ড কিডনি ডে। তার ঠিক আগেই অঙ্গদানের অঙ্গীকার করলেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুুর এবং ‘ব্রহ্মাস্ত্র’ টিম। পরিচালক অয়ন মুখোপাধ্যায়, প্রযোজক করণ জোহর সকলেই অঙ্গদানে সম্মতি দিয়েছেন। আলিয়া ভাট নিজে অঙ্গদানের প্রতিশ্রুতি না দিলেও তিনি এই মহান উদ্যোগের পাশে আছেন।
মুম্বইতে অঙ্গদানের অনুষ্ঠান করেছিল একটি সংস্থা। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ টিম। এই অনুষ্ঠানে এসেই অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর কিডনি-দানের অঙ্গীকার করেছেন। রণবীর কাপুর জানিয়েছেন তিনি শুধু কিডনি নন, আরও অনেক অঙ্গই দান করতে চান। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রণবীরের তুতো-দাদু শাম্মি কাপুরের দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করতে যেতেন বাকি চারটে দিন বাঁচবেন বলে।
View this post on Instagram
ওই অনুষ্ঠানে নিজের কিডনি দান করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ আমার এই অঙ্গদানে একজন বা দু’জন মানুষের জীবন হয়ত অন্যরকম হতে পারে। আপনারাও অঙ্গদানে সবাই এগিয়ে আসুন।” আলিয়া ভাট নিজে অঙ্গদানের প্রতিশ্রুতি না দিলেও এই মহান উদ্যোগের পাশে দাঁড়িয়ে বলেছেন, “অঙ্গদানের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোটা খুব জরুরি।”
আরও পড়ুন :নিউ ইয়র্কে নতুন রেস্তোরাঁ খুলছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং এখনও কিছুটা বাকি। অতিমারির জন্য বেশ কিছুদিন শুটিং পিছিয়ে গিয়েছিল। এই প্রথম রণবীর এবং আলিয়া একসঙ্গে কাজ করছেন। স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে দু’জনকে একসঙ্গে দেখার উত্তেজনা তুঙ্গে।