দেখা হলেই সিনেমা-গান নিয়ে প্রশ্ন করতেন বুদ্ধদা: শতরূপ ঘোষ

Shatarup Ghosh on Buddhadeb Bhattacharya Demise: কসবা কেন্দ্র থেকে তিনবার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন শতরূপ ঘোষ। তাঁর বাড়িতে ঝামেলা হলেই ফোন আসত বুদ্ধদেব ভট্টাচার্যর। মিডিয়াতে কোনও কথা বেঠিক বলেও শতরূপকে ফোন করে সংশোধন করে দিতেন। আজ এই সবই মনে পড়ে যাচ্ছে শতরূপের। আর বেশি কথা বলতে পারলেন না সিপিআইএমের যুবনেতা।

দেখা হলেই সিনেমা-গান নিয়ে প্রশ্ন করতেন বুদ্ধদা: শতরূপ ঘোষ
বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে শতরূপ ঘোষের সুখের স্মৃতি।
Follow Us:
| Updated on: Aug 08, 2024 | 9:06 PM

তাঁর ফেসবুকের কভার ফোটোতে, হোয়াটসঅ্যাপের ডিপিতে বছরের পর-বছর রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে তাঁর ছবি। সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষ টিভি নাইন বাংলা ডিজিটালের সঙ্গে কথা বলতে-বলতে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। গলা কাঁপছিল তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল তাঁর বন্ধুত্বের সম্পর্ক। শতরূপের সঙ্গে দেখা হলেই তাঁকে জিজ্ঞেস করতেন সিনেমা-সংস্কৃতির কথা।

শতরূপ যা বললেন:

“বুদ্ধদা অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন। খুবই কষ্ট পাচ্ছিলেন। আমার খালি মনে হত, এত ভাল একজন মানুষের এত কষ্ট পাওয়া প্রাপ্য ছিল না। তিনি প্রকৃত অর্থেই একজন সৎ মানুষ। সত্যি-সত্যিই পশ্চিমবঙ্গের মানুষকে নিজের পরিবার ভাবতেন। এই রাজ্যটার ভাল করতে চেয়েছিলেন। ভাল করেওছেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন। বহু মানুষের অনেক ভালবাসাও পেয়েছেন। তিনি কিন্তু বিরোধী দলের সমর্থকদের থেকেও অনেক সম্মান পেয়েছেন। সুতরাং, সকাল-সকাল একটা খারাপ খবর পেলাম। পার্টির মধ্যে অনেক ছোট আমি। ওঁর থেকে অনেক স্নেহ পেয়েছি। এখন সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কী বলব আর!”

শতরূপ জানালেন, তাঁর হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচারে বুদ্ধদেবের সঙ্গে ছবিটি একটি মিছিলের। ২০১৬ সালে ঢাকুরিয়ায় তোলা হয়েছিল সেই ছবি। বুদ্ধদেবের গান ও সিনেমাপ্রীতি নিয়েও কথা বলেন শতরূপ। স্মৃতির স্মরণী দিয়ে হাঁটতে-হাঁটতে বললেন, “আমার মনে পড়ে, দেখা হলেই সিনেমা সম্পর্কে কথা বলতেন খুব। জানতে চাইতেন, নতুন কী সিনেমা দেখলাম। জানতে চাইতেন, ভাল গান কে গাইছেন। এই ব্যাপারে ওঁর খুবই আগ্রহ ছিল।”

কসবা কেন্দ্র থেকে তিনবার বিধানসভা নির্বাচনে লড়েছিলেন শতরূপ। তাঁর বাড়িতে ঝামেলা হলেই ফোন আসত বুদ্ধদেবের। মিডিয়াতে কোনও কথা বেঠিক বলেও শতরূপকে ফোন করে সংশোধন করে দিতেন। আজ এই সবই মনে পড়ে যাচ্ছে শতরূপের। আর বেশি কথা বলতে পারলেন না সিপিআইএমের যুবনেতা।