30 years of Cactus band: ক্যাকটাস ব্যান্ডের ৩০ বছর, সেই উপলক্ষে কী কী অভিনব অনুষ্ঠান হচ্ছে জানালেন সিধু

30 years of Cactus band: ১৯৯৯ সালে প্রথম অ্যালবাম ‘ক্যাকটাস’ শ্রোতাদের কাছে আসে। সেই থেকে পথ চলা শুরু। তারপর বেরিয়েছে বেশ কয়েকটি অ্যালবাম।

30 years of Cactus band: ক্যাকটাস ব্যান্ডের ৩০ বছর, সেই উপলক্ষে কী কী অভিনব অনুষ্ঠান হচ্ছে জানালেন সিধু
৩০ বছর ক্যাকটাসের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 6:56 PM

মহুয়া দত্ত

“দেখতে দেখেত কেটে গেল ৩০ বছর। অনেক ওঠা-পড়া, বন্ধু ছেড়ে যাওয়া, ফিরে আসা সব মিলিয়ে আমরা আজকের ক্যাকটাস,”  ব্যান্ডের অন্যতম ধারাবাহিক সদস্য সিধুকে TV9 বাংলার তরফ থেকে ফোন করা হলে কথা শুরু করলেন এইভাবেই। তাঁদের ৩০ বছরের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান রয়েছে। আজ থেকে শুরু করে চলবে ২৭ তারিখ পর্যন্ত। সিধুর নিজের পাড়ার ক্লাবে রক্তদান শিবির করে অনুষ্ঠানের কর্মসূচী শুরু করছেন। ৩০ জন ক্যাকটাসের ভক্তরা আজ রক্তদান করেছেন। নিজেই জানালেন সেই খবর।  তাঁদের অনুষ্ঠান কর্মসূচীর একটি অভিনবত্বও রয়েছে। যা-ই হবে তাতে অংশ নেবেন ৩০ জন। আজ অর্থাৎ ২৪ অগাস্ট থেকে ২৬ অগাস্ট অনুষ্ঠিত হবে বাংলার নানা প্রান্ত থেকে বেছে নেওয়া তিরিশটা নতুন প্রজন্মের ব্যান্ডের পারফরমেন্স। তাঁরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণাসেন অডিটোরিয়ামে পারফর্ম করবেন। এই ব্যান্ড শুধু কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকেই আসছেন না, সুদূর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদার নতুন প্রজন্মের ব্যান্ড অংশ নিচ্ছেন। থাকবে তিরিশ জন এইচআইভি এইডস আক্রান্ত শিশুদের নিয়ে এক সচেতনতার বার্তাও।

২৭ অগস্ট হবে মুল অনুষ্ঠান। নজরুল মঞ্চে হবে ক্যাকটাসের পারফর্ম্যান্স। সেখানেও এই ৩০ জনের কনসেপ্ট বজায় থাকবে। ক্যাকটাসের সঙ্গে ৩০ জন বিশিষ্ট শিল্পীও অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলবেন। থাকছেন উষা উত্থুপ, পন্ডিত তন্ময় বোস,  অমিত দত্ত,  রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়,  মনোময় ভট্টাচার্য, অনিন্দ্য বোস,  জোজো মুখোপাধ্যায়,  রূপম ইসলাম,  অনুপম রায়,  সোমলতা আচার্য্য, তিমির বিশ্বাস,  সাকি,  বুটি,  বাম্পি, লক্ষীছাড়া,  উজ্জয়িনী মুখোপাধ্যায় সহ আরো অনেকেই।

বহুদিন পর সাকি,  বুটি,  বাম্পিকে পাওয়া যাবে ক্যাকটাসের সঙ্গে। “হ্যাঁ, সাকি তো এখন বেশির ভাগই বাংলাদেশে থাকে। অনুষ্ঠানের জন্য আসছে। ভাল লাগছে আমাদের টিমের পুরনো সদস্যরাও থাকবে অনুষ্ঠানে,” বললেন সিধু। ৩০ বছরে অনেক সদস্য এসেছেন, গিয়েছেন। তিনি বরাবরই রয়েগিয়েছেন টিমের সঙ্গে।  পুরনো ছাড়া ছেড়ে গিয়েছেন সকলকেই আনছেন অনুষ্ঠানের দিন?  না, সবাই আসছেন না, জানালেন সিধু। পুরনো অভিমান কি ভাঙানো গেল না?  “খুশির অনুষ্ঠানের দিন পুরনো কথা মনে রাখতে চাই না। যাঁরা সঙ্গে আছেন, বা গিয়ে ফিরেছেন, তাঁরাও যেমন আমাদের কাছে, যাঁরা চলে গিয়েছেন তাঁরাও। যে সময়টা তাঁরা ছিলেন, তখন ক্যাকটাসের জন্য তাঁরা গুরুত্বপূর্ণ ছিলেন। ক্যাকটাসের জার্নিকে তাঁরা এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ,” এমনটাই মনে করেন সিধু।

বিশেষ অতিথিরূপে থাকবেন অভিনেত্রী মুনমুন সেন, পরিচালক সুব্রত সেন। দুইজনেই থাকছেন ‘নীল নির্জন’ ছবির সুবাদে। তাঁরাও ক্যাকটাসের জার্নির অন্যতম অংশ বলেই মনে করে টিম। “পুরো সিনেমা জুড়ে ব্যান্ড গানকে ব্যবহার করেছিলেন সুব্রত ছবিতে। এটা আগে কখনও হয়নি। তাই ক্যাকটাসের গান মানেও ওই সিনেমার গান। কারণ আজও যখন আমরা কোথাও পারফর্ম করতে যাই. তখন ওই ছবির গানও শুনতে চান শ্রোতারা। আজও সমানভাবে জনপ্রিয় ছবির জন্য তৈরি গানগুলো,” বললেন সিধু।

৩০ বছরের পুরোনা জার্নিতে খারাপ অনেক কিছুও ছিল। কিন্তু সেগুলো মনে করতে না চাইলেও যেটা এখন খারাপ লাগা থেকে ভাললাগায় পরিণত হয়েছে তা হল, “বাংলায় রক গান বলে যে হয়ে হতে হতো প্রথম প্রথম, সেটা এখন মানুষ বুঝেছেন, বাংলাতেও রক হয়। যেমন ইংরেজিতে কীর্তন”, হেসে বললেন সিধু।

১৯৯৯ সালে প্রথম অ্যালবাম ‘ক্যাকটাস’ শ্রোতাদের কাছে আসে। সেই থেকে পথ চলা শুরু। তারপর বেরিয়েছে বেশ কয়েকটি অ্যালবাম। ২০১৯-এ শেষ অ্যালবাম মুক্তি পায়। পরে সিঙ্গেলস এর জমানায় ২০২১ সালে ‘ছি: ছি: ছি:’ বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক কার্যকলাপ মাথায় রেখে এক শ্লেষাত্বক রচনা। আবার আসছে নতুন গান ‘খোদা জানে না’। বর্তমানে ক্যাকটাস বলতে ড্রামসে অর্নব, বেস গীটারে প্রশান্ত,  গীটারে সম্রাট,  বৈদুর্য্য,  কিবোর্ডে সায়ন্তন,  আর গানে সিধু ও পটা।