Singer KK Death: প্রিয় সঙ্গীতশিল্পী কেকে-কে শ্রদ্ধাজ্ঞাপন ডান্সার-কোরিওগ্রাফার টেরেন্স লুইসের
Terence Lewis: তিনি গাইতে গাইতে বলে ওঠেন, “কাস ম্যায়ঁ এহি মর জাউ”। কে জানতে তাঁর এই ইচ্ছে সত্যি সত্যিই পূরণ হয়ে যাবে!
সঙ্গীতশিল্পী কেকে (KK) -এর আকষ্মিক প্রয়ানে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই শোকাহত। যে যাঁর মত তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণ করছেন। জানাচ্ছেন গায়কের প্রতি নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন। বলিউডের জনপ্রিয় ডান্সার, কোরিওগ্রাফার টেরেন্স লুইস (Terrence Lewis)। বিভিন্ন রিয়্যালিটি শোতে তাঁদের দেখা হয়েছে। হয়েছে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা। কেকে-এর গানের অনুরাগী তিনি। তিনিও শোকস্তব্ধ প্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুতে। তিনি নিজের মতো করে জানিয়েছেন শ্রদ্ধাঞ্জলি প্রয়াত শিল্পীর প্রতি। কেকে-এর অন্যতম জনপ্রিয় গান সাচ কেহতা হ্যায় দিওয়ানা’। মাধবন, দিয়া মির্জা অভিনীত ‘রহেনা হ্যায় তেরে দিল মে’ ছবির গান। এই গানের উপর তিনি একটি ডান্স কোরিওগ্রাফ করে ভিডিয়ো ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে। তাঁর সঙ্গে এই ভিডিয়োতে পারফর্ম করেন তাঁর একজন সহকারীও। ভিডিয়োর সঙ্গে দিয়েছেন ক্যাপশনও। লিখেছেন, “খুব তাড়াতাড়া চলে গেলে। কেকে তুমি বেঁচে থাকবে আমাদের মধ্যে সারাজীবন”।
View this post on Instagram
৩১ মে কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হন কেকে। তাঁর মৃত্যু ঘিরে এখনও চলছে চাপান-উতোর। তবে একজন ভাল মানুষ খুব তাড়াকতাড়ি চলে গেলেন, এই কথাটা নিজেদের স্মৃতিচারণে বলছেন সকলেই। মুম্বইতে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। শিল্পীর জনপ্রিয় গানের তালিকা লিখে শেষ করা যাবে না। তিনি গাইতে গাইতে পৃথিবী থেকে যেতে চেয়েছিলেন। জানিয়েছেন কেকে-এর অন্যতম বন্ধু গীতিকার সমীর আনজান। কলকাতার নজরুল মঞ্চেও গাইতে গাইতে তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে হঠাৎ-ই ভাইরাল হয়। যেখানে তিনি ‘ওম শান্তি ওম’ ছবির গান গাইতে গাইতে মেয়েদের গাইতে বলেন, তাঁদের তাঁর প্রতি ভালোবাসা দেখে তিনি গাইতে গাইতে বলে ওঠেন, “কাস ম্যায়ঁ এহি মর জাউ”। কে জানতে তাঁর এই ইচ্ছে সত্যি সত্যিই পূরণ হয়ে যাবে!