Adipurush Controversy: সীতা অবিবাহিত? উধাও সিঁথিতে সিঁদুর, রামের পৈতে, অভিযোগ দায়ের আদিপুরুষ-এর নামে

Adipurush: হিন্দু ভাবাবেগে আঘাত করায় এই ছবি ঘিরে ওঠে নানা জল্পনা। ছবিতে প্রতিটা চরিত্র যত্ন নিয়ে ফুঁটিয়ে তোলা হয়নি। ফলে চরম ট্রোলের মুখে পড়তে হয় সইফ আলি খান ও প্রভাসকে।

Adipurush Controversy: সীতা অবিবাহিত? উধাও সিঁথিতে সিঁদুর, রামের পৈতে, অভিযোগ দায়ের আদিপুরুষ-এর নামে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 1:26 PM

আইনিজটে প্রভাস অভিনীত ছবি আদিপুরুষ। পোস্টার সামনে আসা মাত্রই তা ঘিরে জল্পনা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল এই পোস্টারের নীচে পড়তে থাকা একের পর এক কমেন্ট সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল আগেই। এবার নতুন পোস্টা বিতর্ক পৌঁছে গেল আদালতের দরজায়। আদিপুরুষ পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমার এবং অভিনেতাদের বিরুদ্ধে মুম্বইয়ের সাকিনাকা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দুধর্মীয় ভাবাবেগে আঘাত করছে এই ছবির পোস্টার। রামের গায়ে নেই পৈতে। সীতার সিঁথিতে সিঁদুর কোথায়? প্রশ্ন তুলছে একাংশ। আর তার ভিত্তিতেই সঞ্জয় দীননাথ তিওয়ারি এই অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ), ২৯৮, ৫০০, ৩৪ ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়। তাঁর অভিযোগ বলিউড নির্মাতারা ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করেছেন।

তবে এই প্রথম নয়, ছবির টিজ়ার মুক্তির পরও একইভাবে ভাইরাল হয়েছিল আদিপুরুষ বিতর্ক। রামায়ণ নির্ভর এই ছবিতে একাধিক চরিত্রকে নিয়ে প্রশ্ন অতীতেই তুলেছিলেন নেটিজ়েনরা। প্রথম থেকেই তা বচসার কেন্দ্রে জায়গা করে নেয়। কখনও ওঠে বয়কটের ডাক, কখনও আবার সামনে উঠে আসে ছবি ঘিরে একাধিক বিবাদ প্রসঙ্গ। তবে এবার কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকল না ছবিকে কেন্দ্র করে বিতর্ক। বরং ঘটল উল্টোটাই। আইনি জটিলতায় ফেঁসে গেল এই ছবি। ঝড়ের গতিতে ভাইরাল হল এই একটি খবর।

হিন্দু ভাবাবেগে আঘাত করায় এই ছবি ঘিরে ওঠে নানা জল্পনা। ছবিতে প্রতিটা চরিত্র যত্ন নিয়ে ফুঁটিয়ে তোলা হয়নি। ফলে চরম ট্রোলের মুখে পড়তে হয় সইফ আলি খান ও প্রভাসকে। ছবিতে ভিএফএক্সের কাজ মোটেও ভাল লাগেনি খানিক ঝলকে। পাশাপাশি চরিত্রদের লুক নিয়েও ওঠে প্রশ্ন, আর সেই কারণেই এবার জাতীয় সিনে কর্মীরা আইনি নোটিস ধরাল ছবির নির্মাতাকে। যেখানে বিস্তারিত বলা থাকে যে, ছবির ভুল যদি দ্রুত ঠিক না করা হয়, তবে এই ছবি সামনে আনতে দেওয়া যাবে না।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

এই নিয়ে দ্বিতীয় ছবি যা ঘিরে বিপাকে প্রভাস। রাধে শ্যাম বক্স অফিসে সেভাবে ভাল ফল করতে পারেনি। তবে তার দায় প্রভাস চাপিয়ে দিয়েছে গল্পের ওপর। কিন্তু কোথাও গিয়ে যেন ছকভাঙা ছবির খোঁজে এবার অন্য সুরে সমস্যায় পড়লেন প্রভাস। রামায়ণ, হিন্দু ধর্মের এক বিশ্বাসের জায়গা। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে অতীতে ধারাবাহিক থেকে ছবি হয়েছে, তবে এবার প্রভাসের হাতে এই প্রজেক্ট যে এক অন্যমাত্রা পাবে, তেমনটাই আশা করেছিল দর্শকেরা। সেখানেই থেকে যায় খামতি। যার জেরে এবার সমস্যার মুখে প্রভাসে আগামী ছবি আদিপুরুষ।