Adnan Sami Back: ফিরে এলেন আদনান সামি, সঙ্গে আনলেন কী দেখুন!
Adnan Sami Back: তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে (প্রায় ২০০০ ছবি ছিল) সমস্ত ছবি মুছে ফেললেন। কিন্তু কী কারণে তিনি এমন করলেন কেউ বুঝতে পারছিল না।
পাকিস্তানের সঙ্গীতশিল্পী হলেও আদনান সামি ভারতীয় সঙ্গীত জগতে অন্যতম জনপ্রিয় নাম। তিনি ‘লিফ্ট করাদে’, ‘তেরা চেহরা’-র মতো হিট গান দিয়েছেন শ্রোতাদের। সম্প্রতি তিনি তাঁর নতুন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। বিপুল পরিমাণ ওজন কমিয়ে একেবারে অন্য লুকে তিনি হাজির হয়েছিলেন। তাঁর নব অবতারে ভক্তরা যেমন অবাক, তেমন খুশিও। তাঁর স্লিম-ট্রিম রূপে মুগ্ধ সকলেই। এই রেশ কাটতে না কাটতেই কয়েকদিন আগে আবার চমকে দিলেন আদনান সামি। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া থেকে (প্রায় ২০০০ ছবি ছিল) সমস্ত ছবি মুছে ফেললেন। কিন্তু কী কারণে তিনি এমন করলেন কেউ বুঝতে পারছিল না। শুধু সব মুছে একটা ‘আলবিদা’ ভিডিয়ো রেখে গিয়েছিলেন তাঁর ইনস্টাগ্রামে।
আদনান সামির সোশ্যাল মিডিয়া থেকে এই উধাও হয়ে যাওয়ায় সমস্ত ভক্তরা কৌতূহলী হয়ে পড়েছিলেন। এই নিয়ে অনেকেই কখন তাঁর শেষ একমাত্র পোস্টে মন্তব্যও করছিলেন। অনেক তাঁর কিছু হয়েছে কি না যেমন জানতে চেয়েছেন, তেমনই অনেকে ধারণা করেছিলেন তিনি হয়তো নতুন কিছু নিয়ে আসতে চলেছেন। যার প্রচার কৌশল এটি। কারণ অনেক দিন তাঁর কোনও নতুন গান ছিল না।
সঙ্গীতশিল্পীর যে ভক্তকুল এই ধারণা করেছিলেন যে নতুন কিছু নিয়ে তিনি আসবেন, তাঁদের ভাবনাই একেবারে মিলে গেল। আদনান আবার ফিরেছেন সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে একটা নতুন গানের টিজার ‘আলবিদা’ নামে। যে ভক্তরা বেশ চিন্তিত পড়েছিলেন যে তিনি ইনস্টাগ্রাম বা সঙ্গীত ছেড়ে যাচ্ছেন কি না, তাঁরা নতুন এই পোস্ট দেখে স্বস্তি পেয়েছেন।
bollywoodView this post on Instagram
‘আলবিদা’ টিজারে ভক্তদের প্রতিক্রিয়াপোস্টের একটি মন্তব্যে লেখা হয়েছে, “আমি খুব স্বস্তি পেয়েছি এবং আপনাকে ফিরে আসতে দেখে আনন্দিত… আমরা সকলেই আপনার ‘আলবিদা’ পোস্টে আপনাকে হারানোর কারণে খুব চিন্তিত ছিলাম।” বেশ কয়েকজন আশা করছেন এটি একটি মাস্টারপিস হবে। একটি মন্তব্যে লেখা হয়েছে, “আমি মনে করি এটি আপনার মাস্টারপিস হতে পারে।” অন্য একটি মন্তব্যে লেখা, “আদনানজি ভয় পাইয়ে দিয়েছিলেন।” মজার বিষয় হল যে আদনান সামিও তাঁর বায়ো পরিবর্তন করে আদনান ২.০ তে নিয়েছেন। তাই মনে হচ্ছে আগামী দিনে আদনান সামিকে নতুন করে দেখতে পাওয়া যাবে। নতুন গানের টিজার ইতিমধ্যেই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। ভক্তরা পুরো গান শোনার জন্য অধীর অপেক্ষায় আছেন।