Singer KK Death: ‘আমাদের সচেতন হওয়ার বার্তা দিয়ে গেলেন কেকে’, বললেন স্যাভি
Singer KK Death-Savvy: কেকে-এর এই আকষ্মিক মৃত্যু আর পাঁচজনের মতো তিনিও মেনে নিতে পারছেন না। তাঁর সঙ্গে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা বারবার মনে পড়ছে।
কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে (KK)। তাঁর মৃত্যুতে শোকাহত সবাই। তিনি বিভিন্ন ভাষায় গান করেছেন। বাংলায় মাত্র দুটো ছবিতে রয়েছে তাঁর গান। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে ফাঁদে পরিয়া বগা কান্দে ছবিতে গেয়েছিলেন। আর তরুন সঙ্গীত পরিচালক স্যাভির (Savvy) সুরে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পাসওযার্ড’ ছবিতে গান করেন প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে। অ্যায় খুদা গানটি যদিও হিন্দিতে ছিল, কিন্তু সেটাই তাঁর শেষ কাজ বাংলা ছবির জন্য। কেন তাঁকে ভেবেছিলেন স্যাভি এই গানটির জন্য? “আমরা গানটির জন্য যে রকম ভয়েস দরকার ছিল, তা একদম কেকে-এর সঙ্গেই যায়। হাইনোটের গান, তিনি ছাড়া আর কার কথা ভাবব”, বললেন স্যাভি।
কেকে-এর এই আকষ্মিক মৃত্যু আর পাঁচজনের মতো তিনিও মেনে নিতে পারছেন না। তাঁর সঙ্গে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা বারবার মনে পড়ছে। সেই নিয়ে কথা বলতে গিয়ে গলা ধরে এল স্যাভির, বললেন, “আমি তো প্রথমে খুব চিন্তায় ছিলাম, অত বড় মাপের শিল্পী। কী করব ভাবছিলাম। কিন্তু উনি স্টুডিয়োতে ঢুকে পুরো বিষয়টা এতটাই হাল্কা করে দিলেন, আমার কোনও অসুবিধেই হল না। আমি কী চাইছি সেটা বুঝে নিলেন। একবারের জায়গায় দুবার টেক দিতেও কোনও বিরক্তি নেই। এত বড় শিল্পী, একটুও অহংকার নেই। আমার মত নতুন সুরকারদেরও সমান সম্মান করেন”।
প্রথমে কেকে-র সহকারীর সঙ্গে কথা বলে গান পাঠিয়ে ছিলেন স্যাভি। শুনেই পছন্দ হয় তাঁর। উনি সব গান গাইতে চাইতেন, এমনটাই শুনেছিলেন সুরকার। তবে তাঁর গান পছন্দ হয়। একেবারে স্টুডিয়োতে প্রথম দেখা হয় গায়কের সঙ্গে। সেই জন্য চিন্তায় ছিলেন কীভাবে সামলাবেন তাঁকে। কিন্তু স্যাভির মতে, এত ডাউন টু আর্থ মানুষ খুব কম দেখেছেন তিনি। বাহানা আক্কা তো ছিলই না, একটি গান পারফেক্ট গাইবার জন্য যত সময় লাগে দিতে রাজি ছিলেন। কাজের প্রতি এই ডেডিকেশন ছিল তাঁর কাছ থেকে শেখার মনে করেন স্যাভি।
তাঁর মৃত্যু আরও একবার নিজেদের জীবন-যাপন ঠিক করার কথা বলে গেল, মনে করেন স্যাভি। “আমরা খুব খারাপ জীবন-যাপন করি। রাত পর্যন্ত রিহার্সাল, রেকর্ডিং, অনুষ্ঠান-নিজেদের দিকে নজর দেই না। সৌরভদার (গঙ্গোপাধ্যায়) অসুস্থতা, সিদ্ধার্থ শুক্লা এবং কেকে-র মৃত্যু বারবার যেন বলছে, যত্নবান হতে নিজেদের। বিশেষ করে আমরা যখন কোন অনুষ্ঠান করি স্টেজের স্মোক লাইট থেকে দর্শকদের সঙ্গে একাত্ব হয়ে অতিরিক্ত লাফালাফি করে ফেলি। এগুলো এখন থেকে একটু বুঝে করতে হবে”, কেকে-র মৃত্যুতে এই উপলব্ধি স্যাভির।