পুজোর মুখে দু’টুকরো সব ক্লাব, সৌজন্যে ফুটবল

পুজোর আগে পুজোর প্রায় সব ক্লাব দু ভাগে ভাগ হয়ে গেল। এমন ঘটনা কি আগে ঘটেছে কখনও? টালা থেকে টালিগঞ্জ সব ক্লাবেই এখন দুটো ক্লাব। এবার একটু আন্দাজ করতে পারছেন?

পুজোর মুখে দু'টুকরো সব ক্লাব, সৌজন্যে ফুটবল
ছবি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 9:59 AM

প্রীতম দে

বিশ্বকাপ হোক বা কোপা। বা অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট। ব্রাজিল বনাম আর্জেন্তিনা ম্যাচ মানেই বাঙালির ভাগ হওয়া কেউ কোনওদিন আটকাতে পারবেনা। আর রবিবার সকালে কোপা ফাইনালের পর মুষড়ে পড়া ব্রাজিল সমর্থকদের ব্রাজিল সমর্থকদের বিদ্রুপ ছুড়ে দিতে পিছপা হচ্ছে না আর্জেন্তিনা সমর্থকরা। ২৮ বছর পর কোপা আমেরিকা জয়। তাই উচ্ছ্বাস কয়েকগুণ বেড়ে গিয়েছে মেসি সমর্থকদের। যতই মারাকানার মাঝে ম্যাচ শেষে নেইমারকে জড়িয়ে ধরুন মেসি। কলকাতায় অবশ্য ওসব বন্ধুত্বপূর্ণ আবহাওয়া উধাও। এখানে ব্রাজিল সমর্থকদের দেখলেই আর্জেন্তিনা সমর্থকদের সম্বোধন, ‘কেমন দিলাম?’

পুজোর আগে পুজোর প্রায় সব ক্লাব দু ভাগে ভাগ হয়ে গেল। এমন ঘটনা কি আগে ঘটেছে কখনও?

টালা থেকে টালিগঞ্জ সব ক্লাবেই এখন দুটো ক্লাব। এবার একটু আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, সমীকরণটা ঠিক এইরকম

চোরবাগান সর্বজনীন = ব্রাজিল + আর্জেন্টিনা টালা প্রত্যয় = ব্রাজিল + আর্জেন্টিনা অর্জুনপুর আমরা সবাই = ব্রাজিল + আর্জেন্টিনা শোভাবাজার সর্বজনীন = ব্রাজিল + আর্জেন্টিনা ইত্যাদি

মহালয়ার মত ভোরে উঠে উত্তেজনায় ফোটা, তারপর কারও মুখে হাসি ফোটা। কারও চোখে জলের ফোঁটা। তারপর যারা দলে ভারী তাদের টনটন টোন টিটকারী।

আর সেক্ষেত্রে সরি মেসি কলকাতার ক্লাব গুলোয় এখনও এগিয়ে ব্রাজিল। চোর বাগানের এক কর্মকর্তা মুখ চুন করে বলেন, ” ওরা ১৫ জন ব্রাজিল। আর আমরা মাত্র ৫ জন আর্জেন্টিনা। যাই করতে যাই না কেন ওদের ব্যাগরা। ” করোনা সত্ত্বেও ভোর ভোর ক্লাব ঘরেই খেলা দেখা হয়েছে। খেলা শেষে ব্রাজিল সাপোর্টারদের অনেকে ক্লাবেই ঘুমিয়ে পড়েছেন।

ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর নাতি সায়ন নন্দী শোভাবাজার বড়তলা ক্লাবের পুজোর সেক্রেটারি। কাকতালীয় হলেও দাদুর জন্মদিনের পরদিনই খেলা। “আমাকে বাদ দিয়ে ক্লাবের ৭০% ব্রাজিল ৩০% আর্জেন্টিনা”, রহস্য ভরা হাসি হেসে বলেন সায়ন, ” বলুন কেন? আমি গোলমালে নেই কারণ আমি ইটালি।”

টালা বারোয়ারি কর্মকর্তা অভিষেক ভট্টাচার্য আবার এর মধ্যে ঘটি বাঙাল মোহনবাগান ইস্টবেঙ্গল তত্ত্ব খাটে বলে মনে করেন। “আমাদের ক্লাবেও সেম সেম। ১০০% এর মধ্যে ৮০% ফুটবল বেশিরভাগটাই ব্রাজিলের সাপোর্টার। বাকি আর্জেন্টিনা।” প্রফুল্ল কানন পুজো কমিটির ১০জন ব্রাজিল তো ৯ জন আর্জেন্টিনা। বাগুইআটি বন্ধুমহল ক্লাব মহলে একমাত্র বন্ধুত্বের মহল। ফিফটি ফিফটি। ব্রাজিল-আর্জেন্টিনা।

আরও পড়ুন- Lopamudra Mitra: ‘ওঁদের যা কিছু বলার বা লেখার অধিকার কে দিয়েছে’, প্রশ্ন লোপার, অকপট সোশ্যাল ওয়ালে