Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheslie Kryst Death: ইনস্টায় ইতিবাচক পোস্ট দিয়েই মরণঝাঁপ, রহস্যজনক মৃত্যু জনপ্রিয় মডেলের

মৃত্যুর ঘণ্টা কয়েক আগেও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন মডেল। নিজের ছবি, তাতে লাল লিপস্টিকে পাউট। ক্যাপশনেও ছিল ইতিবাচক কথা। লিখেছিলেন, "আশা করি এই দিন তোমার জীবনে শান্তি নিয়ে আসবে।"

Cheslie Kryst Death: ইনস্টায় ইতিবাচক পোস্ট দিয়েই মরণঝাঁপ, রহস্যজনক মৃত্যু জনপ্রিয় মডেলের
হারনাজের সঙ্গে চেসলি (ডান দিকে)।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 4:46 PM

মাত্র ৩০ বছরেই স্তব্ধ হল পথ চলা। নিজের ৬০ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল প্রাক্তন মিস ইউএসএ (ইউনাইটেড স্টেট অব আমেরিকা) চেসলি ক্রিস্টের। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন চেসলি। ডেইলি মেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ৭টা ১৫ নাগাদ আত্মহত্যা করেন চেসলি। তবে আত্মহত্যার কারণ কী ছিল সে বিষয়ে এখনও স্বচ্ছ নয়।

মৃত্যুর ঘণ্টা কয়েক আগেও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন মডেল। নিজের ছবি, তাতে লাল লিপস্টিকে পাউট। ক্যাপশনেও ছিল ইতিবাচক কথা। লিখেছিলেন, “আশা করি এই দিন তোমার জীবনে শান্তি নিয়ে আসবে।” কিন্তু এই শান্তি যে চিরনিদ্রা তা তখনও ঠাওর করতে পারেননি তাঁর ভক্তরা। সূত্র বলছে, ৬০ তলা ও বিল্ডিংয়ের ৯ তলায় থাকতেন চেসলি। তাঁকে শেষ দেখা গিয়েছে ২৯ তলায়। ৬০ তলা অবধি পৌঁছেছিলেন নাকি তাঁর আগেই মরণঝাঁপ, তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে চেলসির বাড়ি থেকে একটি নোটও পাওয়া গিয়েছে। তাতে লেখা মায়ের জন্য সব কিছু ছেড়ে দিতে চায় সে। এর চেয়ে বেশি কিছু পাওয়া যায়নি এখনও। প্রসঙ্গত, এ বছরের মিস ইউনিভার্স ভারতের মেয়ে হারনাজ সিন্ধুর সঙ্গেও বেশ ভাল সম্পর্ক ছিল চেসলির। তাঁর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না হারনাজও। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

১৯৯১ সালে মিশিগানের জন্ম নেন চেসলি। ২০১৭ সালে আইন নিয়ে তিনি স্নাতক হন। ২০১৯ সালে জিতে যান মিস ইউএসএ-র খেতাব। বেশ জনপ্রিয় হয়েছিলেন। হাতে ছিল মডেলিংয়ের অফার। এ ছাড়াও ‘এক্সট্রা’ বলে একটি শো সঞ্চালনাও করতেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়েও বহু জায়গায় এর আগে বক্তৃতা দিয়েছেন চেলসি। নিজেও ছিলেন সচেতন। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটে গেল তা কিছুতেই বোধগম্য হচ্ছে না ভক্তদের। চলছে তদন্ত।