Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Zero Waste Shop: হাতি আর গণ্ডারের মল দিয়ে তৈরি আঁকার খাতা নিউটাউন জিরো ওয়েস্ট শপে

Newtown Zero Waste Shop: উত্তরবঙ্গের হাতি ও গণ্ডারের মল এবং তার সঙ্গে রিসাইকেল্ড কাগজ মিশিয়ে তৈরি হয়েছে এই খাতার পাতা গুলি। তৈরি করেছে ‘হস্তক্র্যাফট’ স্বনির্ভর গোষ্ঠী।

Newtown Zero Waste Shop: হাতি আর গণ্ডারের মল দিয়ে তৈরি আঁকার খাতা নিউটাউন জিরো ওয়েস্ট শপে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 9:05 AM

পশুর বর্জ্য মল থেকে তৈরি কাগজ দিয়ে ছোটদের ছবি আঁকার খাতা বানিয়ে তাক লাগিয়ে দিল নিউটাউনের জিরো ওয়েস্ট শপ। উত্তরবঙ্গের হাতি ও গণ্ডারের মল এবং তার সঙ্গে রিসাইকেল্ড কাগজ মিশিয়ে তৈরি হয়েছে এই খাতার পাতা গুলি। তৈরি করেছে ‘হস্তক্র্যাফট’ স্বনির্ভর গোষ্ঠী। সম্পূর্ণ বায়ো ডিগ্রেডেবল এই খাতা গুলো হাতে তুলে দেখলে রোমাঞ্চ লাগে। বন্য প্রকৃতির সঙ্গে একাত্ম হয় মন।

ঘাস, পাতা, ডাল, পালা, গাছের ছাল, বাঁশ , কলাগাছ আর কিছুটা মাটি মিশিয়ে বন্য পরিবেশে একটা ভারতীয় হাতি প্রায় দৈনিক ৩০০ কিলোগ্রাম খাবার খায়। প্রতিদিন একটি পূর্ণ বয়স্ক হাতি প্রায় ৯০ কিলোগ্রাম মলত্যাগ করে। গণ্ডারের ক্ষেত্রে খাদ্যের পরিমাণ দৈনিক গড়ে ৫০ কিলোগ্রাম আর, মলত্যাগের পরিমাণ দৈনিক গড়ে ২৫ কিলোগ্রামের মত। এই বিপুল পরিমাণ মল বন্য পরিবেশে প্রতিদিন মাটিতে মিশে বীজের ছড়িয়ে পড়ার প্রক্রিয়ায় সাহায্য করে। এছাড়া মাটির উর্বরতা বৃদ্ধিও করে ওই পশুদের মল।

সেই মল কাজে লাগিয়েই পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণে এগিয়ে এল জিরো ওয়েস্ট শপ। উদ্যোক্তারা মনে করছেন ছোটদের মধ্যে পরিবেশ, প্রকৃতি এবং বন্যপ্রাণের সচেতনতা গড়তে সহায়ক হবে এই আঁকার খাতাগুলি। ‘হস্তক্র্যাফট’-এর গায়ত্রী বন্দ্যোপাধ্যায় বলছেন, “কাগজ তৈরি করতে লাগে প্রচুর পরিমাণে বাঁশ এবং গাছ। ফলে একদিকে যেমন বিপুল পরিমাণে সবুজ ধ্বংস হয় তেমনি কাগজ বানানোর প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক মানুষের পক্ষেও ক্ষতিকর। কিন্তু রাইনো আর এলিফ্যান্ট পু ড্রয়িং পেপার সেই দিক থেকে বহুলাংশে সুরক্ষিত এবং পরিবেশ বান্ধবও।“

প্রতিটি আঁকার খাতার দাম ২৫০ টাকার মত। এছাড়াও রয়েছে পেন ও পেনসিল। প্রতিটি পেন আর পেনসিলের মাথায় একটি ছোট্ট খোপে ভরা আছে বীজ। কোনওটা তুলসির, কোনওটা মেথির, কোনওটা টোম্যাটোর। ইউজ এণ্ড থ্রো পেনগুলি ব্যবহারের পর মাটি চাপা দিয়ে জল দিলেই বীজ থেকে বেরোবে চারা গাছ। একই ভাবে পেনসিলের মাথাতেও আছে বীজ আর গায়ে লেখা কোন গাছের বীজ ভরা ওই পেনসিলে।