RRR Japan Boxoffice: জাপানে ‘আরআরআর’, চারদিনে কত আয় করল ছবি? জাপানিরা কি খুশি?

SS Rajamouli: জাপানে ছবির প্রচারের জন্য অনেক পরিশ্রম করেছিলেন রাজামৌলী। সেখানে নাকি মুখে মুখে ঘুরেছে ছবির নাম।

RRR Japan Boxoffice: জাপানে 'আরআরআর', চারদিনে কত আয় করল ছবি? জাপানিরা কি খুশি?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 4:56 PM

কেবল ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপও নয়, জাপানিদের মুগ্ধ করতে ময়দানে নেমেছিল এসএস রাজামৌলীর সম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘আরআরআর’। কিছুদিন আগেই জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সর্বভারতীয় ছবি। জাপানে ছবির প্রচারের জন্য অনেক পরিশ্রমও করেছিলেন রাজামৌলী। সেখানে নাকি মুখে মুখে ঘুরেছে ছবির নাম। জাপানে কত ব্যবসা করল ছবি? দেখুন সেই হিসেব।

 

View this post on Instagram

 

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

সারা বিশ্বের নিরিখে ১০০০ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করেছেন ‘আরআরআর’। বর্তমানে জাপানের সিনেমা হলে চারদিন ধরে চলছে এই ছবি। সেখানেও খুব বড় করে প্রিমিয়ার হয়েছে ছবির। ছবির দুই প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণও গিয়েছিলেন জাপানে। প্রচারের সুবাদে সেখানে দারুণ ভ্রমণও হয়েছে তাঁদের। জানা যাচ্ছে, জাপানে চারদিনে চার কোটি টাকার ব্যবসা করেছে ‘আরআরআর’।

 

View this post on Instagram

 

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রাজামৌলী। ছবি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা যায় রামচরণকে। আলিয়া ভাটের একটি ক্যামিও ছিল ছবিতে। তিনি রামচরণের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেন। রামচরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। ছোট্ট চরিত্রের জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ৯ কোটি টাকা। মাত্র কয়েকদিনের মধ্যে ১০০০ কোটি টাকার ব্যবসা করার জন্য মুম্বইয়ে বিরাট পার্টি হয়েছিল ছবির।