Bollywood Inside: সলমনের বৌদি হতে পারবেন না! মাধুরী নিয়ে ফেলেন বড় সিদ্ধান্ত

Bollywood Scoop: যাই হয়ে যাক না কেন, কিছুতেই সলমন খানের বৌদি তিনি হতে পারবেন না! পা ছুঁয়ে প্রণাম করছেন সলমন খান। স্নেহের বশে তিনি তাঁকে জড়িয়ে ধরছেন-- এই জিনিস কিছুতেই মেনে নেওয়া সম্ভবই হবে না তাঁর পক্ষে। তাই বাধ্য হয়েই এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত।

Bollywood Inside: সলমনের বৌদি হতে পারবেন না! মাধুরী নিয়ে ফেলেন বড় সিদ্ধান্ত
সলমন-মাধুরী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 6:09 PM

যাই হয়ে যাক না কেন, কিছুতেই সলমন খানের বৌদি তিনি হতে পারবেন না! পা ছুঁয়ে প্রণাম করছেন সলমন খান। স্নেহের বশে তিনি তাঁকে জড়িয়ে ধরছেন– এই জিনিস কিছুতেই মেনে নেওয়া সম্ভবই হবে না তাঁর পক্ষে। তাই বাধ্য হয়েই এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত। যা তুলে ধরা হল টিভিনাইন বাংলার বিনোদন বিভাগের এই প্রতিবেদনে।

আজ থেকে ২৪ বছর আগে এই দিনেই মুক্তি পেয়েছিল সলমন খান, সইফ আলি খান, সোনালী বেন্দ্রে, তব্বু ও করিশ্মা কাপুর অভিনীত আইকনিক ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’। ছবিটির পরিচালক ছিলেন সূরজ বারজাতিয়া। বরাবরই সূরজের পছন্দের অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। তাই তাঁকে নেওয়ার ইচ্ছে ছিল তাঁর প্রথম থেকেই। কিন্তু বাধ সাধেন মাধুরী নিজেই। কোন চরিত্রতে মাধুরীকে নেওয়া হবে তা নিয়ে সন্দিহান ছিলেন পরিচালক নিজেই। করিশ্মা কাপুর ও সোনালী বেন্দ্রের চরিত্রে তিনি অভিনয় করবেন না। পড়েছিল সলমনের বৌদির চরিত্রটি। সেখানেই তাঁকে অভিনয়ের জন্য বলেন সূরজ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন মাধুরী। তাঁর বক্তব্য ছিল একটাই, আগের ছবিতেই রোম্যান্স করে সলমনের বৌদি হওয়া কিছুতেই সম্ভব ছিল না তাঁর পক্ষে।

তিনি বলেন, “ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে সলমন আমায় প্রণাম করবে। তাঁকে জড়িয়ে ধরবেন বৌদি সস্নেহে। এর আগেই আমরা ‘হাম আপকে হ্যায় কউন’-এ অভিনয় করেছি। সেখানে রোম্যান্স করে ভাবি-দেবর সম্পর্ক গড়ে তোলা কিছুতেই সম্ভব ছিল না তাঁর আমার পক্ষে।” আর সেই কারণেই সরে দাঁড়ান মাধুরী। ওই জায়গায় অভিনয় করতে দেখা যায় তাব্বুকে। ছবিটি কিন্তু বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল। ২৪ বছর কেটে গিয়েছে, তবে আজও ছবিটি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা একই রকম রয়েছে।